Saturday, July 27, 2024

Stolen Bike: ৮ জেলার ২৫টি থানার চুরি যাওয়া ৫৫টি বাইকের হদিস! বাইক মালিকের নাম ঠিকানা প্রকাশ করল পুলিশ, দেখুন আপনার এলাকার বাইক আছে কিনা

First of all, let's get the owner of the stolen bike and their address Kharagpur City 1, Keshab Rao, Turipara, Chittaranjan Nagar, 2, Swapan Das, Sanjoal, Puratan Bazar, 3, Narugopal Sarkar, Srikrisnapur, 4, Kandhikuppa Chiranjibee, Dewanmaro Kharagpur Local or Grameen Police Station 1, Gurai Hemblum, Sarsa, Dimouli. 2, Chandan Naik, Baghbinda Dimouley, 3, Sk Kasem, Rupnarayanpur Jakpur, Dilbahhadur Sunar, Shirsi, 4, Shambhu Murmu, Mirupur, Hijli, 5, Narayan Dolai, Araseni, balarampur, 6, Santosh Baderia, Kalaikunda, Kadua, Hariatara

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: গত ২৬ শে জুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা এলাকার ধান্যগাছি গ্রামের ২টি বাড়ি থেকে একসাথে ২৪ টি বাইক উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় চুরির বাইক পাচার চক্রের ২ পান্ডা ধান্যগাছি গ্রামের বাসিন্দা অশ্বিনী রায় ও অলীপ সাঁতরাকে। পুলিশ জানতে পারে ধৃত সিমেন্টের খুঁটি বানানোর ব্যবসায়ী
অশ্বিনী রায় ও কৃষক অলীপ সাঁতরা চুরি করা বাইকগুলি কমদামে কিনে নিজেদের হেফাজতে রাখত তারপর খদ্দের ধরে বিক্রি করত। বাজারের চেয়ে অর্ধেকেরও কম দরে বিক্রী করায় ক্রেতা মিলতে খুব অসুবিধা হতনা। এই বাইক চুরি চক্রের মূল পান্ডা এখনো অধরা কিন্তু অশ্বিনী আর অলীপকে জেরা করে পুলিশ এখনও অবধি ৫৫টি বাইক উদ্ধার করেছে। আর দেখা গিয়েছে মোট ৮ টি জেলার ২৫টি থানা এলাকার বাইক এগুলি। পশ্চিম মেদিনীপুর বাদ দিয়ে ওই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়গ্রাম।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পশ্চিম মেদিনীপুরের মোট ১৪ টি থানা এলাকার চুরি যাওয়া বাইকের অস্তিত্ব মিলেছে। থানা গুলি হল খড়গপুর শহর, খড়গপুর গ্রামীন, ডেবরা, সবং, পিংলা, নারায়নগড়, কেশিয়াড়ী, কোতোয়ালি, গুড়গুড়িপাল, গড়বেতা, গোয়ালতোড়, শালবনী, দাসপুর, ঘাটাল। মজার বিষয় হল চন্দ্রকোনা থানা এলাকার কোনও বাইকের অস্থিত্ব মেলেনি সম্ভবতঃ চন্দ্রকোনাতেই এই চুরি যাওয়া বাইকের গো-ডাউন হওয়ার জন্যই এই এলাকার চুরি যাওয়া বাইকগুলি এখানে রাখা হয়নি অথবা নিজেরা চন্দ্রকোনার বাসিন্দা হওয়ায় তাঁরা নিজের থানা এলাকার চুরির বাইক রাখার ঝুঁকি নেননি। যাইহোক চন্দ্রকোনা থানার পক্ষ থেকে উদ্ধার হওয়া ওই ৫৫টি বাইকের মালিকের নাম ও ঠিকানা প্রকাশ করেছে। দেখে নিন সেই তালিকায় আপনার থানা এলাকার বাইক ও তার মালিক রয়েছে কিনা।

প্রথমেই দেখা নেওয়া যাক পশ্চিম মেদিনীপুরের চুরি যাওয়া বাইকদের মালিক ও তাঁদের ঠিকানা।
১। খড়গপুর শহর ১, আর কেশব রাও, টুরিপাড়া, চিত্তরঞ্জন নগর, ২, স্বপন দাস, সাঁজোয়াল, পুরাতন বাজার, ৩, নাড়ুগোপাল সরকার, শ্রীকৃষ্ণপুর, ৪, কান্ধিকুপ্পা চিরঞ্জীবী, দেওয়ানমাড়ো,
২। খড়গপুর লোকাল বা গ্রামীন থানার ১, গুরাই হেমব্রম, সারসা, ডিমৌলি। ২, চন্দন নায়েক, বাঘবিন্দা ডিমৌলি, ৩, সেক কাসেম, রূপনারায়নপুর জকপুর, দিলবাহাদুর সুনার, শিরসি, ৪, শম্ভু মুর্মু, মিরুপুর, হিজলী, ৫, নারায়ন দোলাই, আড়াসেনি, বলরামপুর, ৬, সন্তোষ বাদেরিয়া, কাদুয়া, কলাইকুন্ডা, হরিয়াতাড়া,
৩। ডেবরা ১, কৃষ্ণেন্দু হাজরা, গোলগ্রাম। ২, দীনেশ সিং পাঁচগেড়িয়া, ৩, বিমান মাইতি, কালিকাগেড়‍্যা ৪, বিকাশ মন্ডল, সুনিয়া,
৪। সবং ১ বাসুদেব নায়েক, দন্ডরা, ২, কৃষ্ণপ্রসাদ মাজি, কুন্ডলপাল
৫। পিংলা থানার জামনা গ্রামের সৌমিত্র রায়,
৬। নারায়নগড়, বিনন্দ বেরা, পাকুড়শেনি। বিনয় দোলাই, বলোড়া, রামপুরা,
৮। কেশিয়াড়ী ১ চন্দনেশ্বর মান্ডি গোবরাগেড়িয়া, সিঙ্গাই যমুনা,

৯।কোতোয়ালি ১, বিশ্বজিৎ সিংহ, কুইকোটা মেদিনীপুর শহর, ২ বিএমএ স্টেইনলেস লিমিটেড, পালকো কমপ্লেক্স, জজকোর্ট, ৩, সেক মজফ্ফর আলি, সিপাইবাজার,৪, নারায়নচন্দ্র ঘোষ, পাইকারাপুর, পাঁচখুরি, ৫, সেক মন্তাজ আলি, হোসনাবাদ, হরিশপুর
১০। শালবনী ১, সুদীপ কুমার ঘোষ, চৈতা গোদাপিয়াশাল। ২, প্রলয় মাল, জমাদারগড়। ৩, সুকুমার পাখিরা, গোলকচক ৪, অমল মাহাত ভাদকুড়ি, সৈয়দপুর ৫, গোবিন্দ মান্না, হাড়তোড়া, মহাতাপপুর।
১১।গড়বেতা ১, বাইজুদ্দিন খান, যাদববাটি, সন্ধিপুর ২, বকুল দেবনাথ, বিলা, সাতবাঁকুড়া
১২। গোয়ালতোড় ১, ভজহরি হাঁসদা, ময়তা, ২, দিবস মন্ডল, ঝাউতলা কলোনী, ফতেসিংপুর ৩, লক্ষ্মীকান্ত হাঁসদা, তালডাঙ্গা,
১৩। গুড়গুড়িপাল ১, লিলটু ঘোষ,এল‍্যাবনী। ২, জিতেন চালক কেলিয়ামারি, চাঁদড়া
১৪। দাসপুর করুণাচক গ্রামের শিবনাথ মেট্যা,
১৫। ঘাটাল ১, শ্যামল বিশুই, জলসরা, রাধানগর ২, অনুপ কুমার সাঁতরা, কৃষ্ণবল্লভপুর, ৩,

এরপর অন্য জেলা:-
১। বাঁকুড়ার ১, পঙ্কজ কোনার, ঈশ্বরপুর, ইন্দাস থানা। ২, প্রণব কুমার সেন, বাঁকাদহ, বিষ্ণুপুর থানা ৩, সাবেকুল হাসান খান, পুনিশোল, ওন্দা থানা ৪, মদন কর্মকার, পিঠাগড়িয়া, রানিবাঁধ থানা।
২। হুগলি, ১, গোঘাট থানার অর্জুনগেড়িয়া গ্রামের বৈদ্যনাথ মালিক, ২, আরামবাগ থানার বৃন্দাবনপুরের বরুণ মোদক, ৩, আরামবাগ থানার দৌলতপুর, বিদ্যাসাগরপল্লীর সুধাংশু মাইতি,
৩। হাওড়া, গাববেড়িয়া মল্লিকবাগানের আনারুল মল্লিক
৪। মুর্শিদাবাদ জেলার ১, জনার্দনপুর সদর, নসিপুরের ফরমান বিশ্বাস।
৫। বর্ধমান জেলার মাধবডিহি থানার একলাখির রমাপ্রসাদ চক্রবর্তী
৬। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার বেলদা চিল্কিগড়ের বিপ্লব পাল।
৭। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ১, আবুল কাশেম সেক, পশ্চিম নেকড়া, ২, সাবির খান, গড়পুরুষোত্তমপুর, প্রতাপপুর,
কোলাঘাট থানার দেউলবাড় সাগরবাড়ের সেক আমানুল্লা হোসেন।
এই ব্যক্তিরা নিজ নিজ থানার মাধ্যমে অথবা সরাসরি চন্দ্রকোনা থানার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজেদের বাইক ফেরৎ পাওয়ার জন্য।

- Advertisement -
Latest news
Related news