Saturday, July 27, 2024

Weather Update Kharagpur Midnapore Haldia: বদলাচ্ছে আবহাওয়া, বৃষ্টি শুরু হলদিয়ায়! বৃষ্টি হতে পারে খড়গপুর মেদিনীপুরেও! কালীপূজায় জাঁকিয়ে ঠান্ডা

It has been raining since Thursday morning in the coastal areas of the state including Haldia in East Midnapore. Even though it is not raining heavily, the blackened clouds are occasionally soaking the streets of the port city. According to the Alipore Meteorological Department, a low pressure axis is currently in place from the South Bay to the North-West Bay of Bengal. As a result, water vapor is entering the state. Due to this, there is a possibility of rain in the coastal districts including Kolkata. The presence of waterlogged clouds is also being noticed in West Midnapore since Thursday morning. The sky of Kharagpur and Medinipur city is sometimes covered with black clouds. The brightness of the day or the heat of the sun is not felt that way. The weather office says temperatures will drop further from Saturday night. Besides, winter will gradually settle the paws. The temperature will drop at night. Discomfort may increase due to dry weather. In other words, the temperature will start decreasing from Saturday night. Currently, the minimum night temperature in Kharagpur Medinipur area is around 22 degrees centigrade. The average daytime temperature is hovering around 26 degrees Celsius. However, the minimum temperature of mercury may drop to 19 to 20 degrees from Saturday. And the average temperature of the day will come close to 22 degrees centigrade, so the cold will feel better.

- Advertisement -spot_imgspot_img
বৃহস্পতিবার, সিটিসেন্টার, হলদিয়া

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া সহ রাজ্যের উপকূলীয় এলাকা গুলিতে। খুব ভারী বৃষ্টি না’হলেও আকাশ কালো করে থাকা মেঘ মাঝে মধ্যেই ভিজিয়ে দিচ্ছে বন্দর শহরের পথঘাট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এরফলে রাজ্য প্রবেশ করছে জলীয় বাষ্প। এর জেরেই এদিন কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জলভরা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরেও। খড়গপুর ও মেদিনীপুর শহরের আকাশ কখনও কখনও ঢেকে যাচ্ছে কালো মেঘে। দিনের উজ্জ্বলতা বা রৌদ্রের তাপ সেভাবে মালুম হচ্ছেনা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এরফলে রাজ্য প্রবেশ করছে জলীয় বাষ্প। এর জেরেই এদিন কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে , এদিন বৃষ্টিপাত হবে কলকাতা সহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধাঁচের। তবে শুক্রবার বিকেলের পর থেকে এইসব এলাকায় নিম্নচাপের প্রভাব কেটে যাবে। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

এদিকে শনিবার থেকেই এই এলাকায় শীতের প্রভাব ফের অনুভূত হতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
হাওয়া অফিস বলছে শনিবার থেকে রাতের দিকে তাপমাত্রা আরও কমবে। পাশাপাশি, ধীরে ধীরে থাবা বসাবে শীত। রাতের দিকে তাপমাত্রা কমবে। শুষ্ক আবহাওয়ার কারনে বাড়তে পারে অস্বস্তি। অর্থাৎ শনিবার থেকেই রাতের দিকে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে। বর্তমানে খড়গপুর মেদিনীপুর এলাকার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে আছে। দিনের গড় তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৬ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। কিন্তু, শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৯ থেকে ২০ ডিগ্রি নামতে পারে। আর দিনের গড় তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসবে ফলে ঠান্ডা ভালই অনুভূত হবে।

এই বছর অনেক দেরিতে সরেছে মৌসুমীবায়ু। তারপর মৌসুমী বায়ু সরলেও বারবার ফিরে আসছে নিম্নচাপ আর এই কারনেই বাধা পাচ্ছে উত্তুরে হওয়া। হওয়া অফিসের মতে উত্তুরে হওয়া রাজ্যে ঢুকে পড়েছে সপ্তাহ খানেক আগেই যার প্রভাবে তাপমাত্রা পড়তেও শুরু করেছিল যা কিনা ফের বাধাপ্রাপ্ত হয়েছে চলতি নিম্নচাপের ফলে। তবে শনিবার থেকেই ফের পরিবর্তন হবে এই পরিস্থিতির, ফের ঢুকবে উত্তুরে হওয়া। হিসাব মত কালীপূজা বা দীপাবলির উৎসব শুরু হচ্ছে আরও একসপ্তাহ পর। সব কিছু ঠিকঠাক থাকলে ভালো ঠান্ডা অনুভূত হবে তখন। অন্যদিকে আবহাওয়ার এই ঘনঘন রূপ পরিবর্তনের জন্য শিশু ও বয়স্ক মানুষদের এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরেক দিকে দিল্লির মৌসমভবন জানাচ্ছে, তামিলনাডু উপকূলের অভিমুখ থাকবে নিম্নচাপের। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবর্ত থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরালা উপকূলে। একটি পূবালী অক্ষরেখা রয়েছে কেরল থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করতে পারে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

- Advertisement -
Latest news
Related news