Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Jharagram Weather : রবিবার খড়গপুর মেদিনীপুরে বৃষ্টি, বৃষ্টি ঝাড়গ্রামেও ! শীত পিছিয়ে গেল আরও ৪ দিন

Meanwhile, daytime temperatures have risen sharply in Kharagpur and Medinipur. Friday night's minimum temperature was recorded at 20.46 degrees Celsius while the previous day's minimum temperature on Thursday was 18.11 degrees. The lowest temperature of 20 degrees Celsius was also observed on Saturday. The lowest temperature recorded so far this season in Kharagpur and Medinipur was 14.81 degrees which was 7th November. That means the temperature has risen by about 5 degrees in just 5 days. Due to Pubali and low pressure, a lot of water vapor has entered South Bengal. Saturday's maximum humidity was 99.6 percent. Due to this excess of water vapor in the air, there is a possibility of rain for two more days. The maximum temperature in Kharagpur, Medinipur and Jhargram cities is expected to be around 28 degrees Celsius during these two days. It is likely to be cloudy in the morning and light rain at night.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ১৩ই নভেম্বর খড়গপুর মেদিনীপুরে ছিঁটে ফোঁটা বৃষ্টি হলেও মেঘ ভাসছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সমস্ত দক্ষিণবঙ্গ জুড়েই। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল১৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে মেঘলা আবহাওয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও। সেই মতই শনিবার খড়গপুর মেদিনীপুর ডেবরা, বেলদা, ঘাটাল ও ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় খুবই হালকা বৃষ্টি পড়তে দেখা গিয়েছে। শনিবার সকালের পর বিকালের দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে নতুন করে জানিয়েছে ১৪ এবং ১৫ তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ তারিখ মূলত হালকা বৃষ্টি হবে !  আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করবে বঙ্গে। বিরাজ করবে কিছুটা উষ্ণ হাওয়া।আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ১৬ নভেম্বর থেকেই ফিরবে শীত, কমবে রাতের তাপমাত্রা।

এদিকে খড়গপুর এবং মেদিনীপুরে মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে দিনের তাপমাত্রা। শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে 20.46 ডিগ্রি সেন্টিগ্রেড অথচ তার আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.11 ডিগ্রি। শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 20 ডিগ্রির ঘরেও। উল্লেখ্য এই মরশুমে এখনও অবধি খড়গপুর ও মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 14.81 ডিগ্রি যা ছিল 7 ই নভেম্বর। অর্থাৎ মাত্র 5 দিনের মধ্যে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি বেড়ে গিয়েছে।

পূবালি হওয়া ও নিম্নচাপের দরুন প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। শনিবার দিনের সর্বোচ্চ আর্দ্রতা 99.6 শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের এই বাড়াবাড়ির কারণেই আরও দু’দিন বৃষ্টি হওয়ার সম্ভবনা থেকেই যাচ্ছে। এই দুদিন খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ক আশেপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সোমবার থেকে পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করবে এবং মঙ্গলবার আবারও জাঁকিয়ে শীত পড়বে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আর বলা বাহুল্য সেই শীতের পরিমান আরও বেশি অনুভূত হবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম আর সন্নিহিত খড়গপুর মেদিনীপুরে।

- Advertisement -
Latest news
Related news