Saturday, July 27, 2024

Kharagpur Accident: খড়গপুরের জাতীয় সড়কে লরির সঙ্গে রেষারেষিতে উল্টে গেল সবংয়ের যাত্রীবাহী বাস! আহত একাধিক

A passenger bus and a lorry carrying goods overturned in an accident on the Howrah-Mumbai National Highway passing through Kharagpur Grameen Thana area. It is learned that several people were injured in the accident which took place at 7 am. Five critically injured persons have been admitted to Medinipur Medical College Hospital. According to eyewitnesses, the incident took place between 7.30 am and 7.30 am on Wednesday. They said the bus left the window of Sabang police station in West Midnapore district and left for Medinipur. Buses and lorries were running side by side on the six-lane national highway. At one point, the passenger bus tried to overtake the lorry. But as the lorry moved towards the bus, it lost control and overturned, overturning both the bus and the lorry.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর গ্রামীন থানা এলাকার মধ্যে দিয়ে যাওয়া হাওড়া-মুম্বাই জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় উল্টে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। সাত সকালেই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ৫জন গুরুতর আহত ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে। তাঁরা জানিয়েছেন, বাসটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার খড়িকা থেকে ছেড়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ছয় লেনের ওই জাতীয় সড়কে পাশাপাশি ছুটছিল বাস এবং লরিটি। একসময়ে লরিটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যাত্রীবাহী বাসটি। কিন্তু লরিটি সেই সময় বাসের দিকে সরে আসায় পাশাপাশি লেগে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বাস এবং লরি দুটোই। ঘটনাটি ঘটে বসন্তপুর লাগোয়া সাঁকোটি নামক স্থানে।

বাসটি উল্টে পাশের নয়ানজুলিতে পড়ে যায় মুখ থুবড়ে অন্যদিকে লরিটি উল্টে যায় রাস্তার ওপরই। ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় মানুষজন। প্রাথমিকভাবে উদ্ধার কার্য শুরু করেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষর লোকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও ৫জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

- Advertisement -
Latest news
Related news