Saturday, July 27, 2024

cruelty to animals: খড়গপুরে বাজিতে উড়িয়ে দেওয়া হল কুকুরের পা ও ল্যাজ! মানুষের বর্বর উল্লাসের শিকার নিরীহ পশু

Kamaljit Singh, an official of the Kharagpur-based organization called STREET PAWS, said, “The incident took place in front of Kharida Gurdwara (Word no-20). Probably 3 days ago this barbarism happened. The left leg of the mail dog ​​has been completely blown away from upper portion, 75 percent of the tail has been blown away. There are deep wounds under the left eye. Some of the young men there informed me when they saw the dog lying in a critical condition. We can trace him on the day of Kalipujo. His tail had become an insect. He was given some medicine on Thursday. But since it is not possible to save him without surgery, we have to take the help of a veterinarian. The dog was operated on on Friday afternoon. The operation was performed by Asim Dey, a well-known veterinarian from Kharagpur. Asim told KGP Bengal, 'Initially, it seems that the leg has been blown away by the strong bet. The way the bones were torn apart, the veins sub-veins, the tissues were severely damaged, it seems that the skin could not be torn in this way without an explosion.

- Advertisement -spot_imgspot_img
অপারেশনের সময় কমলজিৎ সিং

নিজস্ব সংবাদদাতা: কালীপূজার পর দেওয়ালির দিন শব্দতান্ডব চলছে খড়গপুর শহর জুড়ে। আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়েই দেদার বাজি উল্লাস চলছে ইন্দা, খরিদা, গোলবাজার, মালঞ্চ, নিমপুরা, তালবাগিচা, রবীন্দ্রপল্লী, প্রেমবাজারে। সন্ধ্যা শুরু হতে না হতেই যে শব্দবাজির তান্ডব শুরু হয়েছে রাত ৯টা পেরিয়েও তা অব্যাহত। রাস্তার পশুরা কোথায় লুকাবে যেমন খুঁজে পাচ্ছেনা তেমনি গৃহপালিত কুকুরদের বেড়ালদেরও অবস্থা খারাপ। ঘরের কোন, খাটের তলা খুঁজে বেড়াচ্ছে করুন মুখে। আর এরই মধ্যে খোঁজ মিলল এক অসহায়, মারাত্মক আহত কুকুরের যার একটি পা থাইয়ের কাছ থেকে সম্পূর্ণ উড়ে গিয়েছে, উড়ে গিয়েছে ল্যাজের অর্ধেক।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

যন্ত্রনাকাতর কুকুরটিকে উদ্ধার করে তার শুশ্রূষা শুরু করেছেন স্ট্রিট পজ বা STREET PAWS নামে একটি পশুপ্রেমী সংগঠন। স্ট্রিট পজ নামক খড়গপুরের ওই সংগঠনটির কর্মকর্তা কমলজিৎ সিং জানিয়েছেন, ‘ঘটনাটি ঘটেছে খরিদা গুরদুয়ারের সামনের এলাকায়। সম্ভবতঃ ৩দিন আগে এই বর্বরতা হয়েছে। ছেলে কুকুরটির বাঁ পা থাই থেকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে, উড়ে গেছে ল্যাজের ৭৫ ভাগ। বাঁ চোখের নিচে গভীর ক্ষত রয়েছে।’

অপারেশন করছেন অসীম দে

কমলজিৎ আরও বলেন, ‘কুকুরটিকে মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানকার কিছু যুবক আমাকে খবর দেন। কালীপুজোর দিন ওকে আমরা ট্রেস করতে পারি। ওর ল্যাজে পোকা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ওকে কিছুটা ওষুধ দেওয়া হয়। কিন্তু অপারেশন ছাড়া ওকে বাঁচানো সম্ভব নয় বলে আমাদের একজন ভেটনারের সাহায্য নিতে হয়। শুক্রবার দুপুরে অপারেশন করা হয়েছে কুকুরটির।’

এই অপারেশন করেছেন খড়গপুরের একজন পরিচিত ভেটনার অসীম দে। KGP Bengal কে অসীম জানান, ‘ প্রাথমিক ভাবে মনে হচ্ছে জোরালো বাজিতেই উড়ে গিয়েছে পা টি। যেভাবে হাড় আলাদা হয়ে গিয়েছিল, শিরা উপশিরা, টিস্যু গুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে মনে হচ্ছে বিস্ফোরণ ছাড়া এভাবে চামড়া ছিঁড়ে যেতে পারেনা। তার ওপর যন্ত্রনায় প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিল। কমলজিৎদের সঙ্গে নিয়ে আজ দুপুরে গুরদুয়ারের পেছনে একটি পাড়ায় কুকুরটির অপারেশন করা হয়েছে। আ্যনাস্থেসিয়ার প্রভাব কাটিয়ে আপাততঃ স্থিতিশীল রয়েছে। রবিবার থেকে আমরা আ্যন্টিবায়োটিক চালু করব। আশা করছি কুকুরটি বেঁচে যাবে।’

স্থানীয় কিছু যুবক জানিয়েছেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানিনা কিন্তু কুকুরটির জখম দেখে আমাদের মনে হচ্ছে হয় ওর পায়ের সঙ্গে বাজি বেঁধে দেওয়া হয়েছিল অথবা ঘুমন্ত অবস্থায় কিংবা তার আস্তানায় বাজিটি এমন ভাবে ফাটানো হয়েছে যাতে ও পালানোর সুযোগই পায়নি।

ওই যুবকরা আরও বলেছেন, আমাদের খুবই লজ্জা লাগছে যে আমাদের এলাকায় এটা হয়েছে। কমলজিৎ, অসীম এবং ওই যুবকরা বারবার শহরবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছেন, আনন্দ করুন কিন্তু আমাদের আনন্দের শিকার যেন নিরীহ পশুরা না হয়। এই লজ্জা সমগ্র খড়গপুরবাসীর লজ্জা।

- Advertisement -
Latest news
Related news