Saturday, July 27, 2024

Cyclone Jawad, Kharagpur Midnapore Jhargram: খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৩দিন ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি! ঘূর্ণিঝড় জাওয়াদের চাপে পিছু হটল শীত

Friday 3rd December Friday Weather change Cloudy skies. Light rain is expected in the two coastal districts East and West Midnapore and some South 24 Parganas. Saturday 4 December. Rain will increase on Saturday. With gusts of wind. Chance of heavy to very heavy rain in East and West Midnapore on Saturday. With winds of 30 to 40 kmph. Heavy rains are expected in North and South 24 Parganas Howrah and Jhargram on Saturday. There will be thunderstorms with a speed of 30 to 40 kmph. Sunday 5 December. The intensity of rain will increase further on Sunday. With gusty wind speeds. Warning of heavy to very heavy rain from East and West Midnapore North and South 24 Parganas Kolkata Jhargram and Howrah. On Sunday, strong winds of 40 to 50 kmph may blow in Kolkata, Jhargram, Howrah North and South 24 Parganas, East and West Midnapore.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার, ৩রা ডিসেম্বর থেকে বদলে যাবে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের আকাশ। কালো মেঘ আর প্রচুর জলীয়বাষ্প দখল নেবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার। শনিবার থেকে শুরু ঝড়ের সাথে বৃষ্টি। রবিবার এই বৃষ্টির পরিমান বাড়বে। সোমবারও হালকা বৃষ্টির প্রকোপ চলবে খড়গপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আপাতত এমনটাই জানিয়ে দেওয়া হল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। হওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় শাহিনের পর এবার ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad) ধেয়ে আসছে বাংলার দিকে। থাইল্যান্ডে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। শুক্রবারই যা বাংলা বা ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভূমিস্পর্শ (Land Fall) করবে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আজ অর্থাৎ ১লা ডিসেম্বর দুপুর ১টার সময় ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) একটি সতর্কবার্তা জারি করে বলেছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সমুদ্র উপকূলে ঘূর্ণাবর্তের লক্ষণ ধরা পড়েছে যা কিনা আগামীকাল বৃহস্পতিবার গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে দক্ষিণপূর্ব ও মধ্যদক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে। এটিই আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ৩রা ডিসেম্বর। ৪ঠা ডিসেম্বর উত্তরপশ্চিম দিকে ধেয়ে আসবে এবং ওইদিন সকালে অন্ধ্র-ওড়িশা উপকূলে ঝাঁপিয়ে পড়বে। আর তারই প্রভাবে যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া (Stormy Wind) বইবে এবং বৃষ্টির তোড় (Heavy Rain) বাড়বে৷

ঘূর্ণিঝড় শাহিনের পর শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের নাম জাওয়াদ (cyclone jawad)। সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। দক্ষিণ থাইল্যান্ডের নিম্নচাপ ঘূর্ণাবর্তে (Cyclonic Storm) পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। আগামীকাল এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করবে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম হবে জাওয়াদ (cyclone jawad)। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি (Heavy Rain) এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির (Stormy Wind) সম্ভাবনা। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। শুক্রবার ৩ ডিসেম্বর শুক্রবার আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশ। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ৪ ডিসেম্বর। বৃষ্টি বাড়বে শনিবার। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং ঝাড়গ্রামে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া।

রবিবার ৫ ডিসেম্বর। রবিবার বৃষ্টির ব্যাপকতা আরো বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা ঝাড়গ্রাম এবং হাওড়া থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা ঝাড়গ্রাম হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছেলে গুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। হালকা বৃষ্টি হতে পারে পরের দিন, সোমবারেও।

- Advertisement -
Latest news
Related news