Saturday, July 27, 2024

Kharagpur Weather: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত! আজ মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুর মেদিনীপুরে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি সরে গেছে মাত্র ৫ দিন কিন্তু তীব্র গরমে ঘরে টেকাই দায় হয়েছে যেন। বুধবার বেলা ১১টা অবধি চড়া রোদ ছিল খড়গপুর মেদিনীপুরে। রোদ আর গরম মিলিয়ে যখন পরিবেশ প্রায় অসহ্য হয়ে ওঠার উপক্রম তখনই হাওয়া অফিস থেকে এল মনখারাপের খবর। যে খবর জানিয়েছে আজ মহালয়ার সন্ধ্যাবেলাতেই বৃষ্টি হতে পারে খড়গপুর, মেদিনীপুর, তমলুক, হলদিয়া, দিঘার মত শহরগুলিতে। জানা গেছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরেই বুধবার মহালয়ার সন্ধ্যায় ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে গাঙ্গেয় উপকূলের জেলাগুলি। ফলে মাটি হয়ে যেতে পারে পুজোর বাজার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বুধবার বেলা ১২টার পরই রোদের পরিবর্তে খড়গপুর মেদিনীপুরের আকাশে উঁকি দিয়েছে মেঘ। শরতের হালকা সাদা তুলোর মেঘ নয়, জলে ভরা কালো মেঘ। হলদিয়াতে দু’চার ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে দুপুর দেড়টা নাগাদ। ভারি বৃষ্টি অবশ্য নয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। যে কারণে উপকূলের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মহালয়ার দিন। এদিন সন্ধ্যা নাগাদ বৃষ্টি হতে পারে দুই শহরে। যদিও খুব বেশি বৃষ্টি হবেনা। সঙ্গে ছাতা রাখলে হয়ত পরিস্থিতি সামাল দেওয়া যাবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছেন, এই মাস অর্থাৎ অক্টোব‍রেই আরও ৩টি নিম্নচাপ হতে চলেছে বঙ্গোপসাগরের বুকে। সেগুলি কবে সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। তবে সত্যি সত্যি যদি তা হয় তবে উৎসবের ১২টা বাজবে। পুজোর সময় বৃষ্টি হবে কিনা স্পষ্ট করে এখনও জানাতে পারেনি হাওয়া অফিস। সেটা বুঝতে আরও এক-দু’দিন সময় লেগে যেতে পারে। তবে এখনও ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী দিন চারেক বড় কোনও দুর্যোগের সম্ভাবনা প্রায় নেই। পুজো কমিটি গুলির একটা অন্ততঃ আশ্বাস যে, মন্ডপসজ্জার বাকি কাজ থেকে শুরু করে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া অবধি খুব বেশি হয়ত সমস্যা হবেনা। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হতেই পারে। কিন্তু যেভাবে বারবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তাতে পুজোর দিনগুলো নিয়ে বেশ চিন্তায় বাঙালি। আশঙ্কা একটাই, পুজো আবার বৃষ্টিতে ভাসবে না তো! আশঙ্কায় পুজো উদ্যোক্তারাও।

তাপমাত্রার রকম ফেরেই এই হালকা মাঝারি বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে বলে হাওয়া অফিসের বক্তব্য। হাওয়া অফিসের কর্তাদের কথায়, “গত কয়েক দিনে তাপমাত্রা অনেকটাই বেড়েছে কলকাতার। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বঙ্গোপসাগরের উপর দিয়ে জলীয় বাষ্পের প্রবেশের ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ভাসতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ইত্যাদি জেলা। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেই ফের মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- Advertisement -
Latest news
Related news