Saturday, July 27, 2024

Belur Math: অসুস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ! নিয়ে যাওয়া হল হাসপাতালে

Swami Smaranananda Maharaj, president of Belur Ramakrishna Math and Mission, suddenly fell ill. He was rushed to a hospital. He is admitted there. According to hospital sources, his condition is stable. Yet doctors are keeping a close eye on the nature of his body's movements.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ভর্তি আছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাততঃ স্থিতিশীল। তবুও চিকিৎসকরা তাঁর শরীরের গতি প্রকৃতির ওপর সতর্ক নজর রাখছেন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

রামকৃষ্ণ মঠ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই অস্বস্তি অনুভব করতে শুরু করেন স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বেশ কিছুটা স্তিমিত লাগছিল তাঁকে। এরপরই কোনও ঝুঁকি না নিয়েই মহারাজকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মঠ কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টা নাগাদ বেলুড় মঠ থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বামী স্মরণানন্দ মহারাজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁর। তাই সংশ্লিষ্ট রোগের চিকিৎসকও তাঁকে পরীক্ষা করছেন। আপাতত তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না। এ ছাড়াও তাঁর বয়সের কথা মাথায় রেখে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকরাও তাঁকে দেখবেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এ ছাড়াও রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। কারণ তাঁরাই নিয়মিত স্বামী স্মরণানন্দের চিকিৎসা করে থাকেন।

গত ২০১৭ সালের ১৭ জুলাই ষোড়শ অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব নেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী স্মরণানন্দ। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন স্বামী আত্মস্থানন্দ। ৯৩ বছর বয়স্ক স্বামী স্মরণানন্দ মহারাজ ১৯৫২ সাল থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

- Advertisement -
Latest news
Related news