Saturday, July 27, 2024

Kharagpur Crime: ফের সাফল্য খড়গপুর শহর পুলিশের! ডাকাতির আগেই গ্রেপ্তার ৫

According to Kharagpur Town Police Station sources, the miscreants were arrested from Mathurakati Maidan in Railway City Kharagpur late on Tuesday night but several persons managed to escape. According to sources, the suspects are Rahul Sharma alias Sher Khan (20), Gurpreet Singh alias Chor Raja (24), Sek Saeed alias Tina Kanch (32), Shankar Sharma alias Sonu (30) and Sek Arshad Ali alias Nanu (25). Their homes start from Bhagwanpur in Kharagpur town and in Gandhinagar and Balubasti areas adjacent to Kharagpur bus stand including Nimpura Gurudwara.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবদাদাতা: ডাকাতির আগেই ডাকাতদলকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল খড়গপুর টাউন থানার পুলিশ। আটকানো সম্ভৱ হল খড়গপুর এক বা একাধিক খড়গপুর নাগরিক পরিবার ডাকাতির হাত থেকে রক্ষা পেল। মাঝে মধ্যেই এই ভাবে দুষ্কৃতিদের এর আগেও প্রেপ্তার করেছে খড়গপুর টাউন পুলিশ কিন্তু এবারের গ্রেপ্তার এ যাবৎ কালের ওই সব গ্রেপ্তারকে ছাড়িয়ে গেল। পুলিশ সূত্রে জানা গেছে শুধু গ্রেপ্তারই নয়, সঙ্গে উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্রসস্ত্রও।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

খড়গপুর টাউন থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে রেলনগরী খড়গপুরের মথুরাকাটি ময়দান থেকে এই দুষ্কৃতি দলটিকে গ্রেপ্তার হয়েছে ঠিকই কিন্তু বেশ কয়েকজন পালাতে সমর্থ হয়েছে। বিশেষ সূত্রে খবর ওই ধৃতরা হল রাহুল শর্মা ওরফে শের খান(২০), গুরপ্রীত সিং ওরফে চোর রাজা(২৪), সেক সইদ ওরফে টিনা কাঁচ(৩২), শংকর শর্মা ওরফে সোনু(৩০) ও সেক আরশাদ আলী ওরফে নানু(২৫)। এদের বাড়ি খড়গপুর শহরের ভগবানপুর থেকে শুরু করে নিমপুরা গুরুদ্বার সহ খড়গপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গান্ধীনগর ও বালুবস্তি এলাকায়।

ধৃত অভিযুক্তদের কাছ থেকে একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড গুলি , একটি ভোজালি, একটি লোহার চেন, একটি লোহার রড, একটি বড় ছুড়ি ও একটি নম্বর প্লেটহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের বুধবার খড়গপুর এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। বিচারকের নির্দেশে ধৃতদের জেল হেফাজত হয়েছে।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে রেলনগরী খড়গপুর শহরের মথুরাকাটি ময়দানে কয়েকজন দুষ্কৃতী জড়ো হওয়ার খবর পায় খড়গপুর টাউন থানার পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি বিশাল বাহিনী ময়দানে অভিযান চালায়। সেখান থেকে পাঁচজনকে অস্ত্র সহ ধরা হয়। বাকি কয়েকজন পালায়। তাদের গ্রেপ্তার করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

- Advertisement -
Latest news
Related news