Saturday, July 27, 2024

Tragic death of Daspur Trio: দাসপুরে কয়েকঘন্টার ব্যবধানে মৃত্যু মা মেয়ে ছেলের! মর্মান্তিক ৩ মৃত্যুকে ঘিরে রহস্য

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একই পরিবারের ৩জনের মৃত্যুকে ঘিরে রহস্য ঘনিয়েছে। মাত্র কয়েকঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছে মা এবং তাঁর ছেলে ও মেয়ের। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানালেও কোথায় কী ভাবে এই বিষক্রিয়া জানা যায়নি। পুলিশ ৩টি দেহকেই নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত ছাড়া এ রহস্যের কিনারা অসম্ভব বলেই জানিয়েছে পুলিশ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃতরা হলেন মৌমিতা বেরা (৩৪), অভিষিক্তা বেরা (১১) এবং অভিষেক বেরা (৮)। এঁদের বাড়ি দাসপুর থানার গোছাতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জ্যোত গোবর্ধন গ্রামে। পুলিশ জানিয়েছে শনিবার সকালে প্রথম মৃত্যু হয় অভিষেকের। এরপর সন্ধ্যাবেলায় মৃত্যু হয় মৌমিতা ও অভিষিক্তার। জ্যোত গোবর্ধন গ্রামের সোনার কারিগর সুশান্ত বেরার স্ত্রী এবং ছেলে মেয়ে এই তিন জন। সুশান্ত মুম্বাইতে সোনার কাজ করেন। দিন চারেক আগেই বাড়ি থেকে মুম্বাই গিয়েছেন তিনি। স্ত্রী এবং ছেলেমেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন তিনি।

জানা গেছে শুক্রবারই বমি পায়খানা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ৩ জন। চিকিৎসা হয় স্থানীয় গ্রামীন চিকিৎসকের কাছে। শুক্রবার সামান্য সুস্থ বোধ করেছিলেন তাঁরা কিন্তু শনিবার সকালেই ফের প্রথমে শারীরিক অবনতি হতে থাকে অভিষেকের। তাকে নিয়ে সোনাখালি স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা হন আত্মীয়রা। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় অভিষেকের। এরপরই অবনতি শুরু হয় মৌমিতা ও অভিষিক্তার শারীরিক অবস্থার। এবার তাঁদের ভর্তি করা হয় দাসপুরের গৌরা এলাকার একটি নার্সিংহোমের। ওখানেই সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কয়েকঘন্টার ব্যবধানে মৃত্যু হয় মা ও মেয়ের।

কিসের কারনে মৃত্যু? তেমন নিশ্চিত উত্তর মেলেনি। দাসপুর-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH সোমনাথ দে বলেছেন, অনুমান করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু কিন্তু কী ধরনের বিষক্রিয়া তা এখুনি বলা সম্ভব নয়। নার্সিংহোমের এক পরিচারিকা জানিয়েছেন, বমির সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিল মা ও মেয়ে। তাঁদের বমির সাথে লাল জমাট বাঁধা রক্তও ছিল যা সাধারণ বমিতে থাকেনা। এখানেই সন্দেহটা গাঢ় হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়া নাকি সরাসরি বিষ পান?

পুলিশ জানিয়েছে, তিনটি দেহই উদ্ধার করে আনা হয়েছে। দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। রবিবার ঘাটাল মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পর রিপোর্ট পেয়েই বাকি তদন্ত শুরু হবে। ঘটনা নিছকই খাদ্যে বিষক্রিয়া নাকি সন্তানদের বিষ পান করানোর পর মায়ের বিষপান সবই পরিস্কার হবে তখন।

- Advertisement -
Latest news
Related news