Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: লাফিয়ে লাফিয়ে নামছে পারদ! কালীপুজোর আগেই কী জাঁকিয়ে শীত খড়গপুর মেদিনীপুরে

The meteorological report of Kharagpur Medinipur for the last three days says that if the mercury continues to fall at the current rate, then Kalipujo or Diwali may face severe winter. Kharagpur Medinipur had a high of 33.03 degrees Celsius and a low of 22.44 degrees on Thursday. The average temperature of that day was 27.38 degrees. The maximum temperature on Friday was 32.86 degrees Celsius and the minimum was 22.49 degrees Celsius. The average temperature that day was 27 degrees Celsius. Then today, Saturday, October 23, the highest temperature recorded was 31.71 degrees Celsius and the lowest was 19.65 degrees Celsius. In addition to the minimum temperature on Saturday, the average temperature dropped by about 1.5 degrees Celsius to 25.47 degrees Celsius.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ২২শে অক্টোবর হিমেল হাওয়ার মালুম পেয়েছে খড়গপুর মেদিনীপুর। টানছে ঠোঁট, চিরবিড় করছে গাল। রাস্তাঘাট আর বাড়ির বাগান থেকে ভিজে মাটি উবে গিয়ে খটখটে শুকনো হচ্ছে চারপাশ। রাত নামলেই কুয়াশার চাদর ঘিরে ধরছে দুই শহরকে। অর্থাৎ শীত এসে পড়েছে দুয়ারে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আবহাওয়া দপ্তর আগেই বলেছিল এবার নিম্নচাপ কাটলেই দেখা মিলবে শীতের। শনিবার অর্থাৎ ২৩শে অক্টোবর অফিসিয়ালি বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে । ধীরে ধীরে এবার সারাদেশ থেকেও বিদায় নেবে। বর্ষার দাপটে যেমন এবার শরৎকাল মালুম হয়নি তেমন শীতের দাপটে মালুম হবেনা হেমন্ত ঋতুও। এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই কথা প্রায় মিলে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল কড়া শীত আসছে কবে?

গত তিনদিনের খড়গপুর মেদিনীপুরের আবহাওয়া রিপোর্ট বলছে যদি বর্তমান হারে পারদ নামতে থাকে তবে কালীপুজো বা দীপাবলির মুখেই কড়া শীতের মালুম হতে পারে। বৃহস্পতিবার খড়গপুর মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.03 সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 22.44। ওই দিনের গড় তাপমাত্রা মালুম হয়েছে 27.38 ডিগ্রি। শুক্রবার অর্থাৎ যেদিন দুই শহরে শীত মালুম হল সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.86 ডিগ্রি আর সর্বনিম্ন 22.49 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই দিন গড় তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আজ অর্থাৎ শনিবার, 23শে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.71 ডিগ্রি আর সর্বনিম্ন 19.65 ডিগ্রি সেন্টিগ্রেড। শনিবার সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি গড় তাপমাত্রা একলাফে প্রায় দেড় ডিগ্রি নীচে নেমে হয়েছে 25.47 ডিগ্রি সেন্টিগ্রেড।

দিনের তাপমাত্রা কমছে কী বাড়ছে এটা নির্ভর করে সারাদিনের গড় তাপমাত্রা দেখে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুক্ষনের জন্য স্থায়ী হয় কিন্তু গড় তাপমাত্রা মোটের ওপর সারাদিনের। সেই হিসাবে বৃহস্পতিবারের চাইতে শুক্রবার দুই শহরের গড় তাপমাত্রা নেমেছিল দশমিক ৩৮ডিগ্রি কিন্তু শুক্রবারের চাইতে শনিবার গড় তাপমাত্রা নেমেছে একলাফে প্রায় দেড় ডিগ্রি। আর এইভাবে চলতে থাকলে নিশ্চিতভাবে কালীপুজো কিংবা দীপাবলি যা কিনা মোটামুটি আর ১০দিন দুরে রয়েছে তখন ভালই ঠান্ডা মালুম হতে পারে। শীতের প্রথম দিকে গড় তাপমাত্রা ২০ থেকে ১৮ ডিগ্রির মধ্যে নেমে গেলেই ভালো ঠান্ডা মালুম হতে থাকবে যা পরের দিকে সহ্য হয়ে যায়। সব মিলিয়ে খড়গপুর ও মেদিনীপুর শহরে ভালই শীত অনুভব হতে পারে ওই সময়।

যদিও ‘অফিসিয়ালি’ শীত কবে আসতে পারে তা এখনও জানান হয়নি। তবে প্রাক-শীত আগেই উপভোগ করতে পারবে বঙ্গবাসী। কালীপুজোর আগেই কি রাজ্যে আসবে শীতের আমেজ? এ প্রশ্ন অনেকের মনেই। এখনও সরকারি কোনও বিবৃতি আসেনি মৌসম ভবন কিংবা হাওয়া অফিসের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় এই আবহাওয়া দেখা যাবে। আগামী সোমবার অবধি একই রকম পরিস্থিতি থাকবে বলে জানান হয়েছে। পশ্চিমি ঝঞ্জা বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে মঙ্গলবার থেকে আরও একটু পারদ নামতে শুরু করবে।

- Advertisement -
Latest news
Related news