Saturday, July 27, 2024

High Court To Open School: আবেদন খারিজ! ১৬ নভেম্বররেই চালু হবে বিদ্যালয়ের পঠনপাঠন , জানিয়ে দিল হাইকোর্ট

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: স্কুলের পঠন পাঠন চালু হবে ১৬ই নভেম্বরেই, এ নিয়ে আর কোনও বাধাই রইলনা অবশেষে। রাজ্য সরকারের ঘোষণা ছিল আগামী মঙ্গলবার থেকেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পঠনপাঠন চালু হবে। সেই মত নির্দেশ পাঠিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলা হয় রাজ্যের সমস্ত স্কুলগুলিকে। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

সোমবার চৌধুরী একটি  জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা আদালতে। তিনি আবেদন করেন, করোনা পরিস্থিতির মধ্যেই স্কুল খুলছে রাজ্য। অথচ স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনার কথা তারা এখনও জানায়নি। এই অবস্থায় পড়ুয়ারা স্কুলে গেলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার দাবিও জানান তিনি। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ফলে রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতো ১৬ নভেম্বর থেকে স্কুল খোলায় আপাততঃ কোনও বাধা রইলনা। কলকাতা হাই কোর্ট জানিয়েছেন স্কুল খুললেও করোনাবিধি মেনেই হবে ক্লাস। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। এ ক্ষেত্রে স্কুল খোলা নিয়ে রাজ্যের জারি করা ২৯ অক্টোবরের নির্দেশই বহাল রাখল আদালত।

বৃহস্পতিবার আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে জানান, দেশের প্রায় সব রাজ্যে স্কুল খুলে গিয়েছে। অনেক আগেই স্কুল খুলেছে অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে। এ রাজ্যেও স্কুল খোলার অনুমতি দেওয়া হোক। কোভিড পরিস্থিতির মধ্যে স্কুল খোলার পর কী কী পদক্ষেপ করা হবে এবং কী ভাবে স্কুল চালানো হবে তা সবিস্তারে জানিয়েছে রাজ্য।

আদালতে রাজ্য জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হলে স্কুলের ১৫ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে। প্রতি দিন ১০ মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হলে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক সংগঠন কারও কোনও অসুবিধা থাকলে তারা আদালতে আসতে পারে।তা ছাড়া ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারাও রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছিল রাজ্য। বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছিল,আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস। ওই সময়কালে স্কুলগুলিতে যথাযথ করোনা বিধি মেনেই চলবে পড়াশোনা।

রাজ্যের তরফে জানানো হয়েছে করোনা বিধি মেনেই পঠনপাঠন শুরু হওয়ার আগেই স্কুলগুলিতে জীবাণুমুক্তকরন বা স্যানেটাইজ করার কাজ শুরু হয়ে গেছে। প্রথম দফার সেই কাজ শেষও করে ফেলেছে অনেক স্কুল। দ্বিতীয় দফায় স্যানিটাইজেশনের কাজ শেষ হবে এই সপ্তাহেই। তাছাড়াও স্কুলগুলির পরিকাঠামো জনিত সমস্যা কিংবা পুনর্গঠনের জন্য টাকাও পাঠানো হচ্ছে। ফলে কোনও সমস্যাই হবেনা আগামী ১৬ তারিখ থেকে ওই চারটি শ্রেণীর জন্য  স্কুল চালু করতে।

- Advertisement -
Latest news
Related news