Saturday, July 27, 2024

Partha Chatterjee ED: একদিনের অপারেশনেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে ২০কোটি টাকা উদ্ধার করল ই.ডি! শোরগোল রাজ্য জুড়ে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকাল থেকেই কলকাতা পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcment Directorate)। আর সেই তল্লাশিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ এক মহিলার ফ্ল্যাট থেকে নগদ ২০কোটি টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে এমনই তথ্য প্রকাশ করছে ই.ডি যাকে ঘিরে তোলপাড় রাজ্য। ই.ডি দাবি যদি সত্যি হয় তবে বর্তমান জামানায় এখনও অবধি এটাই বৃহত্তর উদ্ধার এসএসসি দুর্নীতি মামলায়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শুক্রবার কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের পিংলা সহ মোট ১৩টি জায়গায় তল্লাশি চালায় ইডি। যার মধ্যে ছিল দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসন। জানা গেছে সেই অবসনেরই একটি ফ্ল্যাট থেকে এই ২০ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও টাকার পরিমাণ বাড়তেও পারে। জানা গেছে এই ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার।। ইডির দাবি, অর্পিতা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত।  তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে সোনা ও বৈদেশিক মুদ্রাও।

অর্পিতা ভোটের প্রচারে

শুক্রবার রাতে ইডির টুইটার হ্যান্ডেল করা টুইটে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (School Service Commision) এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ সঙ্গে প্রচুর পরিমাণে কাঁচা টাকার বান্ডিলের ছবিও জুড়ে দেওয়া হয়েছে ইডির টুইটার হ্যান্ডেল থেকে। এবং বলা হয়েছে ছবিতে দেখানো ওই পেটি পেটি টাকাই ইডির উদ্ধার করা টাকার প্রকৃত ছবি।

অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়

সূত্র মারফৎ জানা গেছে ওই ফ্ল্যাটটি টালিগঞ্জ লাগোয়া হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসন নামেই পরিচিত। ওখানেই থাকেন অর্পিতা মুখার্জী। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা ফ্ল্যাট সহ যে ১৩টি জায়গায় অভিযান চালানো হয় তারমধ্যেই ছিল এই  ফ্ল্যাটটি। প্রচুর টাকা উদ্ধার হওয়ার পরই চমকে যান ইডির আধিকারিকরা। তড়িঘড়ি একটি ব্যাঙ্ক থেকে ৩টি নোট গোনার মেশিন নিয়ে আর ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে গিয়ে ওই নোট গুলি গোনা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে। জানা গেছে সাউথ সিটি আবাসন ঘিরে নিয়েছে আধাসেনা! এই সব টাকা স্কুল সার্ভিস কমিশনে বেলাইনে নিয়োগ পাওয়া শিক্ষকদের ঘুষের টাকা বলে অনুমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার!

- Advertisement -
Latest news
Related news