Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather Update: খড়গপুর মেদিনীপুরের আকাশে মেঘ! সপ্তাহান্তে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Clouds are floating over the two cities of Kharagpur and Medinipur. Suddenly the cold disappeared. It is said that the cold has gone away a bit due to the pressure of puberty with the frown of depression again. On November 7, Kharagpur Medinipur saw a seasonal low of 14.81 degrees Celsius. But since then the temperature in the two cities has started rising again. On the 8th and 9th the minimum temperature rose to 15 degrees Celsius and stood at 16 degrees Celsius and on Wednesday it stood at 16.23 degrees Celsius. The maximum temperature in Kharagpur Medinipur has also risen. From November 5, the maximum temperature was 29 degrees Celsius for 6 consecutive days. On Wednesday, it exceeded 30 degrees Celsius. As a result, the average daytime temperature inevitably rises and winter sets in. There is a possibility of light rain in the coastal districts of South Bengal by Saturday morning, November 13. These districts include North 24 Parganas, South 24 Parganas, East Midnapore, Howrah, Kolkata, Hooghly, Jhargram and West Midnapore. However, the rest of the districts are forecast to remain dry. Like North Bengal, the night temperature in South Bengal may rise to 2-3 degree Celsius in next 4-5 days.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর মেদিনীপুর দুই শহরের মাথায় ভাসছে মেঘ। হঠাৎই ঠান্ডা উধাও হয়ে গেছে। বলা হচ্ছে ফের নিম্নচাপের ভ্রুকুটি সাথে পূবালি হওয়ার দাপটেই শীত সরে গেল খানিকটা। নভেম্বরের 7 তারিখে মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা 14.81 ডিগ্রি সেন্টিগ্রেড দেখেছিল খড়গপুর মেদিনীপুর। কিন্তু তারপর থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে দুই শহরের। 8 এবং 9 তারিখ সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি ছাড়িয়ে 16 ডিগ্রির কাছাকাছি দাঁড়িয়েছিল আর বুধবার তা 16.23 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে যায়। খড়গপুর মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। নভেম্বরের 5 তারিখ থেকে সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে 29 ডিগ্রিতে ছিল টানা 6দিন। বুধবার তা 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে। ফলে অবধারিত ভাবেই দিনের গড় তাপমাত্রা বেড়ে শীত উধাও হতে বসেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অনেক দূরের এক নিম্নচাপের থেকে উৎপন্ন হওয়া জলীয় বাষ্প উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস। আর এরফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন বেড়েছে। অন্যদিকে পূবালী হাওয়ার দাপটে ঊর্ধ্বমুখী পারদ। উত্তুরে হাওয়ায় বাধা প্রাপ্ত হচ্ছে। রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ঢুকতে পারে উপকূলের জেলাগুলিতে। ফলে সপ্তাহ শেষের আগেই অন্তত আটটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দপ্তর।

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১২ নভেম্বর শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াও শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকা নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাব পড়েছে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই দুই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। একইসঙ্গে ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 13 নভেম্বর নাগাদ অপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। তা পরবর্তী ৪৮ ঘন্টায় আরও সক্রিয় হবে। ফলে শীতের জন্য ফের কিছুদিন হা হুতাশ করতে হবে। তবে এই দাপট কেটে যাওয়ার সাথে ফের ঝাঁপিয়ে পড়বে শীত।

- Advertisement -
Latest news
Related news