Saturday, July 27, 2024

Kharagpur Midnapore: খড়গপুর মেদিনীপুরে ২৪ ঘন্টায় পারদ নামল ৪ ডিগ্রী! আগামী ৩ দিন মাঘের ঠান্ডা টের পাওয়াবে বাঘের গায়ে লাগা শীত

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকাল থেকেই কনকনে ঠান্ডা বাতাস বুঝিয়ে দিয়েছিল শ্লঘ ওভারেও দাপিয়ে ব্যাটিং করতে শুরু করেছে শীত। কিন্তু শীত যে ভেতরে ভেতরে এত রান তুলে নিয়েছে তা বোঝাই যায়নি স্কোর বোর্ড না দেখার জন্য। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় সেই স্কোরবোর্ড দেখার পর রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। গত ২৪ঘন্টায় তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রী! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যান বিভাগ জানিয়েছে তাঁদের তাপমান যন্ত্রে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়েছে ৮.৩ ডিগ্রী সেলসিয়াস যা কিনা আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ওই একই সময়ে ছিল ১৩.৯৫ ডিগ্রী সেলসিয়াস।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

তাপমাত্রা নেমেছে সর্বোচ্চ পরিমাপকেও। বৃহস্পতিবার খড়গপুর মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ২৩.০৩ ডিগ্রী সেলসিয়াস শুক্রবার তা হয়েছে ২১.৯৭ ডিগ্রী সেলসিয়াস। সবচেয়ে বড় কথা দিনের গড় তাপমাত্রার বিশাল হেরফের হয়েছে গত ২৪ঘন্টায়। বৃহস্পতিবার যেখানে দিনের গড় তাপমান ছিল ১৯.৬৩ ডিগ্রী, শুক্রবার তা ৫ডিগ্রী নেমে হয়ে গেছে ১৪.৮৯ ডিগ্রী সেলসিয়াস। অর্থাৎ গড় তাপমাত্রা কমেছে ৫ডিগ্রী। অর্থাৎ দিনভর এই ঠান্ডা অনুভব হয়েছে খড়গপুর ও মেদিনীপুরে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে ‘মাঘের শীত যে বাঘেরও গায়ে লাগে’ এই প্রবাদবাক্য আগামী ৪দিনেই হাড়ে হাড়ে টের পাওয়া যাবে। কারন আবহাওয়া দপ্তর জানিয়েছিল শুক্রবার থেকে শুরু হওয়া পারদ পতন আগামী ৪দিনে ৫ডিগ্রী অবধি কমতে পারে কিন্তু ঘটনা যেটা ঘটল তা’হল ২৪ ঘন্টাতেই সেই পারদ পতন সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। এখন হাতে রইল আরও ৩দিন। যে তিনদিন আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তুরে হওয়ার দাপট বাড়বে। শুক্রবার এই উত্তুরে হওয়া বয়েছে ১১ কিলোমিটার প্রতি ঘন্টায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তরভারতের তীব্র শৈত্যপ্রবাহ। সব মিলিয়ে পারদ কোথায় নামতে চলেছে কে জানে? হয়ত এই মরসুমে খড়গপুর মেদিনীপুরের এখনও অবধি রেকর্ড ঠান্ডা ৬ডিগ্রী ছুঁয়ে যেতে পারে। এরপর আর বাঘ না পালিয়ে পারে?

এখন স্বান্তনা একটাই যে আগামী ৩-৪ দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই খবর। ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্জার তৈরি হওয়ার আভাস মিলেছে যে কারনে ফের বাধা প্রাপ্ত হতে চলেছে শীত। অনুমান করা যাচ্ছে আগামী ২ কিংবা ৩ ফেব্রুয়ারি সক্রিয় হতে পারে ওই পশ্চিমী ঝঞ্ঝা যে কারনে ফের উষ্ণতা বৃদ্ধি পাবে। যে কারনে আবার আগামী ৪ এবং ৫ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে খড়গপুর মেদিনীপুরে।

- Advertisement -
Latest news
Related news