Saturday, July 27, 2024

Kharagpur Jharagram Belda: স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুর বেলদা ঝাড়গ্রামের জন্য সুখবর! চালু হচ্ছে মেমু প্যাসেঞ্জার স্পেশাল

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ করোনা কালে স্তব্ধ হয়ে যাওয়া ভারতের লাইফ লাইন বলে পরিচিত ট্রেন পরিষেবা ধিরে ধিরে স্বাভাবিক হচ্ছে। সেই পর্যায়ে এবার নতুন খবর আসল স্বাধীনতা দিবসের প্রাক্কালে। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Rail) পক্ষ থেকে এই সুখবরের কথা ঘোষণা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, নতুন করে দক্ষিণ-পূর্ব রেল কয়েক জোড়া মেমু স্পেশাল ট্রেন চালাতে চলেছে। এই সকল মেমু ট্রেনগুলি খড়গপুর, ঝাড়গ্রাম (Jhargram, Kharagpur, Belda, Purulia, Santragachi) বেলদা, পুরুলিয়া,  সাঁতরাগাছি লাইনে মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন হিসেবে চালানো হবে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানানো হয়েছে, আগামী সোমবার ৮ আগস্ট থেকে প্রতি সপ্তাহের রবিবার বাদে প্রতিদিন ভোরে চলবে ০৮০৪৯ খড়্গপুর থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। প্রতিদিন ভোর ৪.১০ মিনিটে খড়্গপুর থেকে ছাড়বে এবং ভোর ৫ টায় ঝাড়গ্রামে পৌঁছাবে। ৮ আগস্ট থেকেই ০৮০৫০ ঝাড়গ্রাম থেকে খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। এই ট্রেনটিও প্রতি সপ্তাহের রবিবার বাদে প্রতিদিন ঝাড়গ্রাম থেকে ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে আর খড়্গপুরে পৌঁছাবে দুপুর ৩.২৫ মিনিটে।

ওই সোমবার অর্থাৎ ৮ আগস্ট থেকেই প্রতি সপ্তাহের শনিবার বাদে প্রত্যেকদিন সকালে আরও একটি ট্রেন চলবে খড়্গপুর থেকে ঝাড়গ্রাম অবধি। ০৮০১৫ নম্বরের এই মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি প্রতিদিন ভোর ৫.১০ মিনিটে খড়্গপুর থেকে ছাড়বে এবং ঝাড়গ্রামে পৌঁছাবে ভোর ৫.৫৫ মিনিটে। ৮ তারিখ থেকেই চলবে ০৮০১৬ ঝাড়গ্রাম থেকে খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন শনিবার বাদে প্রতিদিন। এই ট্রেনটি প্রতিদিন রাত ৯.২০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছাড়বে এবং খড়্গপুরে পৌঁছাবে রাত ১০ টা ১০ মিনিটে।

অন্যদিকে সোমবার মানে ৮ আগস্ট থেকেই চলবে ০৮৬৯৭ ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল। এই ট্রেনটি প্রতি রবিবার বাদে রোজ চলবে ঝাড়গ্রাম থেকে সকাল ৫.০৫ মিনিটে আর পুরুলিয়া পৌঁছাবে সকাল ৯.২০ মিনিটে। একই তারিখে শুরু হচ্ছে ০৮৬৯৮ পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন পরিষেবা। এই ট্রেনটিও প্রতিদিন চলবে শুধু রবিবার বাদে। এই ট্রেনটি সকাল ১০ টার সময় পুরুলিয়া থেকে ছাড়বে এবং দুপুর ২.১৫ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।

চলতি মাসের ৯ তারিখ থেকে শনিবার এবং রবিবার বাদে প্রতিদিন ভোরে চলবে ০৮০৬৯ সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এই ট্রেনটি ৫.৪০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং ঝাড়গ্রামে পৌঁছাবে সকাল ৮.৩০ মিনিটে। ৯ আগস্ট থেকেই শনিবার এবং রবিবার বাদে প্রতিদিন চলবে ০৮০৭০ ঝাড়গ্রাম থেকে সাঁতরাগাছি মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন সকাল ৯.১০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছাড়বে আর সাঁতরাগাছিতে পৌঁছাবে বেলা ১২.১৫ মিনিটে।

অন্যদিকে মঙ্গলবার ১০ আগস্ট থেকে প্রতিদিন রাতে চলবে ০৮০৬৫  খড়্গপুর থেকে বেলদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে ৯ টা নাগাদ খড়্গপুর থেকে ছাড়বে এবং বেলদা পৌঁছাবে রাত ১০.১৫ মিনিটে। ১০ আগস্ট থেকেই প্রতিদিন সকালে ০৮০৬৬ বেলদা থেকে খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটি প্রতিদিন সকাল ৬ টায় বেলদা থেকে ছাড়বে এবং খড়্গপুরে পৌঁছাবে সকাল ৬.৫৫ মিনিটে।

- Advertisement -
Latest news
Related news