Saturday, July 27, 2024

Midnapore Kharagpur: বাঙালির ভ্যালেন্টাইন ডে-তেও বৃষ্টি হবে খড়গপুর মেদিনীপুর হলদিয়ায়! হলুদ শাড়ি আর পাঞ্জাবির দফারফা হতে চলেছে

This time it may rain again in The valentine day of Bengali's or Saraswati Pujo on 5th February in South Bengal.There is going to be heavy rain in Kharagpur Medinipur Haldia Digha. It is also known that the temperature is going to rise again at that time. According to the meteorological office, moderate to heavy rains are likely in South Bengal on February 4 and February 5 due to storms and volcanic eruptions from the Bay of Bengal. According to the Meteorological Department, another hurricane is about to become active even though the western storm has subsided for the time being. Due to this there will be obstruction in the north wind and with that facility south wind full of water vapor will start entering from the Bay of Bengal to the coastal areas of Bengal. And that's why from the moderate or heavy rains going to be held.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মাঘের শীত গায়ে লাগিয়ে চাদর আর সোয়েটার ছাড়া সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে অভ্যস্থ বাঙালি। কিন্তু তা বলে যদি বৃষ্টি হয় তবে কী হবে প্যান্ডেল থেকে বেশ খানিকটা দূরে পার্কের কোনে দাঁড়ানো অনভ্যস্ত হলুদ বাসন্তী শাড়ি আর পাঞ্জাবি পরা যুগলের? কাল কিন্তু পাঞ্জাবি পরতেই হবে বলে যে ছেলেটিকে মাথার দিব্যি দিয়েছিল তার  সেই প্রথম প্রেমই তখন মায়ের দামি শাড়ি খানা তখন বৃষ্টির ছাঁট থেকে বাঁচাতে ব্যস্ত! হলুদ বাসন্তীর তখন দফারফা। হ্যাঁ, হয়ত এমনই নাজেহাল হতে চলেছে সরস্বতী পূজো বা বাঙালির ভ্যালেন্টাইন-ডের।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এবার মাঘ পঞ্চমী বা ৫ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোয় ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের থেকে আসা জ্বলীয় বাষ্পের জেরে আগামী ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। আপাততঃ পশ্চিমি ঝঞ্জা কাটলেও ফের আরও একটি ঝঞ্জা সক্রিয় হতে চলেছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। তারই জেরে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া আর সেই সুবিধা নিয়েই ফের বঙ্গপোসাগর থেকে জলীয়বাষ্প ভরা দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। আর সেই কারণেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে খড়গপুর মেদিনীপুর হলদিয়া দিঘায়। ওই সময়ে ফের তাপমাত্রা বাড়তে চলেছে বলেও জানা গেছে।

অবশ্য আগামী ৫দিন বৃষ্টির সম্ভবনা নেই। আপাতত বৃহস্পতিবার থেকে বৃষ্টি সরে গিয়ে ঠান্ডার দাপট বাড়বে রাজ্যে। বৃহস্পতিবার খড়গপুর মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রার পতন হয়েছে এক ডিগ্রীরও বেশি। তাপমাত্রা ছিল ১৪ডিগ্রী সেলসিয়াসের গায়ে। শুক্রবার বেলা বাড়তেই ঝাঁঝালো রোদ আর উত্তুরে বাতাস হাড়ে কাঁপন ধরাচ্ছে। বাতাস বইছে প্রতি ঘন্টায় ১১কিলোমিটার বেগে। এদিন দিনের তাপমাত্রা ২১ ডিগ্রী হলেও গায়ে যেন রোদ লাগছেনা। নতুন করে ফাটতে শুরু করেছে গালের চামড়া আর ঠোঁট। সকাল আর রাতে এখন ‘বঙ্গ জীবনের অঙ্গ বোরোলীন!’ আগামী ৪দিন ঠান্ডা আরও বাড়বে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষের দিকে খড়গপুর মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি হয়ে যেতেও পারে। দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। ফলে সপ্তাহান্তে ফের রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ অনুভব করা যাবে। তবে ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৩রা ফেব্রুয়ারি থেকেই বদল আসবে আবহাওয়ায় এবং ৪ ও ৫ই ফেব্রুয়ারি বৃষ্টি!

- Advertisement -
Latest news
Related news