Saturday, July 27, 2024

Weather Kharagpur Midnapore Jharagram: বৃষ্টি শুরু পূর্ব মেদিনীপুরে! বিকালেই বদলে যাবে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের আবহাওয়া, রবিবার ভারী বৃষ্টি, মৎসজীবীদের সমুদ্রে যেতে মানা

It has been raining in East Midnapore since Saturday morning. Rains have started in Haldia, Nandigram, Kanthi, Digha and other places. The sun has been shining in the sky of Kharagpur Medinipur since this morning but it is very hot. And thick black clouds have started to accumulate from 12 noon. Rain is expected in Kharagpur, Medinipur and Jhargram in the afternoon. According to the Meteorological Department, the weather will start changing in the Bay of Bengal this afternoon due to low pressure. Heavy rains are expected in North 24 Parganas, South 24 Parganas, East Midnapore, West Midnapore and Howrah districts by Sunday morning. Heavy rains have been forecast in North 24 Parganas, South 24 Parganas, East Midnapore, West Midnapore, Jhargram, Bankura, Purulia and Howrah districts by the morning of September 13. Heavy rains are forecast in South 24 Parganas and East Midnapore by the morning of September 14.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে। হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি, দিঘা সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। এদিন সকাল থেকে খড়গপুর মেদিনীপুরের আকাশে রোদ ঝলমল থাকলেও ভ্যাপসা গরম। আর বেলা ১২টা থেকে জমতে শুরু করেছে ঘন কালো মেঘ। বিকালের মধ্যেই বৃষ্টি নামার সম্ভবনা তৈরি হয়েছে খড়গপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেলের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপের (low pressure) প্রভাবে আবহাওয়া বদলাতে শুরু করবে। যার জেরে গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। তবে অন্যদিকে ভারী বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শনিবার সকালেই আলিপুর আবহাওয়ার দপ্তর যে নতুন পূর্বাভাস দিয়েছেছে তাতে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ সেপ্টেম্বর সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র। আজ, শনিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। আবহবিদ জানাচ্ছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে আজ নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। নিম্নচাপটি ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগোবে। রবিবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় পরবর্তী ৪৮ ঘন্টায় তা আরও ঘনীভূত হবে। যার জেরে ১২ সেপ্টেম্বর সকাল থেকে মধ্য বঙ্গোপসাগরে হাওড়ার বেগ ঘন্টায় ৪৫ কিমি পেরিয়ে যেতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদেরকে ১১ সেপ্টেম্বর সন্ধের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

আবহাওয়া দফতর থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ১২ থেকে ১৩ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ জমিত বৃষ্টির কারণে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পুরসভা এলাকাগুলির যেসব জায়গা নিচু, সেইসব জায়গায় জল জমতে পারে। এছাড়াও জমিতে যেসব ফসল রয়েছে, তারও ক্ষতি হতে পারে। তবে ১৪ সেপ্টেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হবে।

সোমবারেও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারেও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।

- Advertisement -
Latest news
Related news