Saturday, July 27, 2024

Digha Express: পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর! সোমবার থেকে ফের চালু হল হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: লকডাউনে থমকে গেছিল ভারতীয় জীবনের লাইফ লাইন বলে পরিচিত ভারতীয় রেল (Indian Rail)। মাসের পর মাস রেল চলাচল বন্ধ থাকার পর দেশ জুড়ে গুরুত্বপূর্ণ পথগুলিতে এক্সপ্রেসের বদলে স্পেশাল ট্রেন চালু করা হলে দিঘা রুটেও পুরোপুরি বন্ধ হয়ে যায় এক্সপ্রেস ট্রেন। রাজ্য সরকার লোকাল ট্রেন চালু করার পরও কয়েকমাস গড়িয়ে যায় কিন্তু চালু হয়নি দিঘা রুটে এই জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনটি। অবশেষে চালু হল হাওড়া থেকে দিঘাগামী (Digha) কাণ্ডারী এক্সপ্রেস (Kandari Express-22897, HOWRAH JN (HWH) To DIGHA (DGHA)। আজ, ১লা আগস্ট থেকেই ফের চালু হয়ে গেল ওই জনপ্রিয় এক্সপ্রেস। মনে করা হচ্ছে পুজোর ঠিক আগেই পর্যটকদের বাড়তি সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Rail)।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বর্তমানে কলকাতা থেকে দিঘা যাওয়ার জন্য হাওড়া ও সাঁতরাগাছি থেকে দুটি ট্রেন চলছিল। সকাল ৬ টা বেজে ৪০ মিনিটে তাম্রলিপ্ত এক্সপ্রেস (Tamralipta Express) হাওড়া থেকে চলছে। সকাল ৯ টা বেজে ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে একটি স্পেশাল ট্রেন (Special Train) রয়েছে দিঘা পর্যন্ত। এবার দুপুর ২টা বেজে ১৫ মিনিটে হাওড়া থেকে আরও একটি এই ট্রেনটি রওনা দিয়ে দিঘায় পৌঁছাবে বিকাল ৫.৩৭ ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গ থেকে পাহাড়িয়া এক্সপ্রেস (Paharia Express) দিঘা যায়। কাণ্ডারী এক্সপ্রেস ফের চালু হওয়ায় দিঘা যাতায়াতের ক্ষেত্রে পর্যটকরা আরও বাড়তি সুবিধা পেলেন বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে কান্ডারি এক্সপ্রেসের পাশাপাশি আরও তিনটি দূরপাল্লার ট্রেন নির্ধারিত রুটে ফিরিয়ে আনা হচ্ছে। ওই ট্রেনগুলি হল শালিমার-ভুজ-শালিমার এক্সপ্রেস। ৬ আগস্ট থেকে এই ট্রেনটি চলবে। সাঁতরাগাছি-আজমেঢ় সাঁতরাগাছি এক্সপ্রেস। চালু হবে ৭ আগস্ট। সাঁতরাগাছি-জব্বলপুর-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস। চলবে ৪ আগস্ট থেকে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, লকডাউনের সময় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন রুটের ট্রেনগুলির জন্য বরাদ্দ কিছু কোচ নষ্ট হয়েছিল এবং কিছু কোচের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সেগুলি বাতিল করতে হয়। ব্যবহারযোগ্য কোচগুলি মেরামত করতে ও কিছু নতুন কোচ যুক্ত করা হচ্ছে। যখন যেভাবে সেগুলি তৈরি করা সম্ভব হচ্ছে সেইমত ট্রেনগুলি চালু করা হচ্ছে।

দুপুরের সময়ে হাওড়া থেকে ছাড়ার জন্যই জনপ্রিয় কান্ডারি এক্সপ্রেস। শনিবার যাদের পুরোদিনের পরিবর্তে অর্ধদিবস ছুটি তাঁদের জন্য এই ট্রেনটি আদর্শ। কারন একবেলার কাজ চুকিয়ে এই ট্রেন ধরলে সন্ধ্যার মুখেই দিঘা পৌঁছানো যায় যার ফলে রবিবার পুরো দিনটাই দিঘায় কাটানো যায়। অন্যদিকে অনেকে শনিবার হাফ বেলার ছুটি নিয়ে ওই হাফবেলায় সংসারের সপ্তাহান্তের কাজ সেরে দুপুরের ট্রেনটি ধরতে পারেন। যে কারনে প্রচুর ভিড় হয় এই কান্ডারি এক্সপ্রেসে।

- Advertisement -
Latest news
Related news