Saturday, July 27, 2024

Fuel Price Kharagpur: আরও দাম বাড়ল জ্বালানির, খড়গপুর মেদিনীপুরেও সেঞ্চুরির পথে ডিজেল! আরও আগুন হতে চলেছে বাজার

On Sunday, petrol price in and around Kharagpur city rose to Rs 109 per liter and diesel at Indian Oil pumps to Rs 99.89 per liter. With this, the price of petroleum products has increased five times for the fifth day in a row. Even today, the price goes up by an average of 35 paise. As such, if the price goes up tomorrow, diesel will make a century in Kharagpur too. Among the petrol pumps in Midnapore, the highest price of diesel was found to be 99.83 paise. Today, the price of diesel at Kolkata pumps is Rs 99.43. However, diesel prices have already touched a century in Jhalda and Kochbihar in Purulia.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আর একদফা বাকি! খড়গপুর মেদিনীপুরেও সেঞ্চুরি করে ফেলছে ডিজেল।রবিবার আরেক দফা দাম বাড়ল জ্বালানির। আর তারই সাথে সেঞ্চুরির থেকে কয়েক রান দুরে রইল ডিজেল। যে পণ্য পরিবহনের ওপর ভারতের আমজনতার জীবনধারণ সেই পরিবহন ব্যবস্থায় আরও এক দফা জোর ধাক্কা লাগায় বাজার আরও অগ্নিমূল্য হয়ে পড়বে স্বাভাবিক ভাবেই। বিশেষ করে মধ্যবিত্ত থেকে গরিব মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়তে চলেছে। গত জুলাই মাসে সেঞ্চুরি করেছিল পেট্রোল। তিন মাস পর সেই পথে ডিজেল। মূল্যবৃদ্ধির এই হারের নিরীখে আগামী কাল পরশুই ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ছুঁয়ে ফেলবে বলাই বাহুল্য।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

রবিবার খড়গপুর শহর ও তার আশেপাশে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার পিছু 109 টাকা এবং ইন্ডিয়ান অয়েলের পাম্পগুলিতে ডিজেলের দাম লিটার প্রতি 99 টাকা 89 পয়সা। এই নিয়ে টানা পঞ্চমদিন পাঁচবার দাম বেড়েছে পেট্রপণ্যের। এদিনও গড়ে 35 পয়সা করে দাম বাড়ে। সেই হিসাবে আগামীকাল দাম বৃদ্ধি হলেই খড়গপুরেও ডিজেল সেঞ্চুরি করে ফেলবে। মেদিনীপুরের পেট্রোলপাম্প গুলির মধ্যে ডিজেলের সর্বোচ্চ দাম লক্ষ্য করা গেছে 99.83 পয়সা। আজ কলকাতার পাম্পগুলিতে ডিজেলের দাম যাচ্ছে 99.43টাকা। অবশ্য ডিজেলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে পুরুলিয়ার ঝালদা এবং কোচবিহার।

শুধু কলকাতা নয়, পেট্রোপণ্যের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও। এদিন দাম বৃদ্ধির পরে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম এখন প্রতি লিটার 107.24 টাকা এবং ডিজেলের দাম 95.97 টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে 113.11 এবং 104 টাকা। জেলাগুলির অবস্থাও তথৈবচ।

২০২০-র মে মাসের গোড়া থেকে হিসাব কষলে দেখা যাবে, মাত্র দেড় বছরে পেট্রলের দাম লিটার পিছু 36 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 26.58 টাকা করে বেড়েছে। সে সময় জ্বালানি দু’টির উপর করের হার রেকর্ড মাত্রায় বাড়ানো হয়েছিল। সে সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি 19 ডলার। কিন্তু সরকার পেট্রল-ডিজেলে শুল্ক বাড়িয়েছিল লাভ বাড়াতে। অন্যথায় দাম কমে যাওয়ার সুবিধা পেতেন উপভোক্তারা।

তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি 85 ডলারে হলেও শুল্কের হার পেট্রলে লিটারপিছু 32.9 টাকা এবং ডিজেলে 31.8 টাকাই রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির জেরে সারা দেশে পেট্রপণ্যের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল। তবু শুল্ক কমানোর পথে হাঁটছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই নীতির বিরোধিতায় এবার পথে নামছে কংগ্রেস। এদিন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, “নভেম্বরের ১৪ তারিখ থেকে আন্দোলনে নামছি আমরা। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখানো হবে। পদযাত্রার আয়োজন করা হবে।”

- Advertisement -
Latest news
Related news