Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: দিনের বেলায় রাতের আঁধার পশ্চিম মেদিনীপুরে! আলো জ্বালালো খড়গপুর পৌরসভা, ৫দিনের বৃষ্টি শুরু

During the day, the darkness of the night in West Midnapore! Kharagpur municipality lights up, 5 days rain begins. The birds are just surprised. Those who still had 1 hour left to return nest suddenly started seeing the darkness and started chirping. Kharagpur city at 4 pm on Tuesday at 8 pm! Municipal workers were forced to on the streetlight. Due to the large number of trees, IIT Kharagpur campus was also very dark at that time. Bikes, four-wheelers, lorries, buses are running from Inda as soon as Kaushalya headlights are on. Traffic has come to a standstill on the Chowrangi National Highway. It started raining heavily on Tuesday with thunderstorms. Although the lights were on at first, the load shedding has increased in different parts of the city as the amount of rain has increased after 4:30 pm. The meteorological office said that the rainfall will continue to increase in South Bengal including Kharagpur Medinipur from Wednesday. There is a possibility of continuous rain in the coastal districts of South Bengal till Saturday. The amount of rainfall will decrease from Sunday.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: জাস্ট অবাক হয়ে গেছে পাখিরা। বাড়ি ফিরতে যাদের তখনও ১ঘন্টা বাকি হঠাৎ আঁধার দেখে কিচমিচ শুরু করে দিয়েছে। মঙ্গলবার বেলা ৪টায় যেন রাত ৮টার খড়গপুর শহর! বাধ্য হয়ে স্ট্রিট জ্বালিয়ে দিয়েছেন পৌরসভার কর্মীরা। গাছপালা বেশি থাকায় আইআইটি খড়গপুর ক্যাম্পাসেও তখন জমজমাট অন্ধকার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
IIT Kharagpur, credite: Raj Sekhar

ইন্দা থেকে কৌশল্যা হেডলাইট জ্বেলেই ছুটছে বাইক, চারচাকা, লরি, বাস। চৌরঙ্গীর জাতীয় সড়কে থমকে গেছে ট্রাফিক। শুধু খড়গপুর নয় একই অবস্থা মেদিনীপুর শহরের। বড়বাজার থেকে কেরানীতলা কিংবা পোস্ট অফিস রোড থেকে এলআইসি, দোকানদাররা জ্বালিয়ে দিয়েছেন রাতের আলো।

মঙ্গলবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে সাথে মেঘের গর্জন। প্রথম দিকে আলো জ্বললেও বিকাল সাড়ে চারটার পর বৃষ্টির পরিমান বাড়তেই লোডশেডিং দেখা দিয়েছে শহরের বিভিন্ন অংশে।

IIT Campus, Raj Sekhar

একে প্রকৃতির আলো নেই তার সাথে লোডশেডিং শুরু হওয়ায় বিপদে পড়েছেন মানুষ। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ খড়গপুর শহরের কোথাও কোথাও বিদ্যুৎ ফিরে এসেছে। এদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় ব্যাপক বিপাকে পড়েছেন পথ চলতি মানুষ। রেনকোট সঙ্গে না থাকায় ছুটে দৌড়ে আশ্রয় নিয়েছেন আশেপাশের দোকানে। অনেকেই বাধ্য হয়ে ভিজেছেন।

হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই বুধবার থেকে শুরু হবে জোরালো বৃষ্টি। কিন্তু তর সইলনা পশ্চিমী ঝঞ্জার। মঙ্গলবার বিকাল থেকেই শুরু হয়ে গেল সপ্তাহভরের বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঠান্ডার প্রভাব কমার সাথে সাথে চড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে যাচ্ছে উত্তুরে বাতাস।

তালবাগিচা: অমর রায়

এরফলে সমুদ্র থেকে উঠে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যা কেন্দ্রীভূত হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে বিশেষ করে সমুদ্র সংলগ্ন এলাকায়। আর তারই প্রভাবে শুরু হয়েছে এই বৃষ্টি। বৃষ্টি চলবে ১৪ ই জানুয়ারি পর্যন্ত। পূর্বাভাস বলেছিল বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। কিন্তু তার আগেই বেড়ে গেল বৃষ্টি।

হাওয়া অফিস বলেছে বুধবার থেকে খড়গপুর মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাতের পরিমান বাড়তে থাকবে। প্রথম দিন বিক্ষিপ্ত কিছু এলাকায় বৃষ্টি হলেও ধীরে ধীরে বাড়বে মাত্রা। শনিবার দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমান।

রবীন্দ্রপল্লী: নিজস্ব চিত্র

বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলার জন্য এই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তারমধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ২৪ চব্বিশ পরগনা।

- Advertisement -
Latest news
Related news