Saturday, July 27, 2024

Drug Racket : ১০ কোটি টাকারও মাদক সহ পাকড়াও ২ পাচারকারী! মহানগর মাদকের রমরমা কারবার

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: এক আধ কোটি নয়, ১০কোটিরও বেশি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক সহ কলকাতা থেকে ২ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF). বৃহস্পতিবারের এক বিশেষ অভিযানে কলকাতার ট্যাংরা এলাকা থেকে ওই ২জন গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে তিনটি বিশেষ ধরনের মাদক মিলেছে বলে জানা গিয়েছে। কলকাতা গোয়েন্দা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে অতি সম্প্রতি কোনও বিশেষ একটি অভিযানে এক সাথে এত মাদক দ্রব্য উদ্ধার হয়নি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে নির্দিষ্ট সূত্রে কিছুদিন ধরেই খবর আসছিল যে ট্যাংরার (Tangra) ক্যানাল সাউথ রোডে মাদকচক্রের লোকেদের যাতায়াত বাড়ছে এবং ওই এলাকায় জালনোট জমা করা হচ্ছে। পুলিশের নিজস্ব কিছু সূত্র মারফৎ এমনই খবর পৌঁছাচ্ছিল STF এর কাছে। সেই সূত্রের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযান চালান তদন্তকারীরা। অভিযানে STF এর সঙ্গে যৌথ অভিযানে ছিল ট্যাংরা থানার পুলিশও। এরপরই একটি গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ মাদক। হাতে নাতে পাকড়াও করা হয় ২ব্যক্তিকে।

পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে উদ্ধার ওই মাদক গুলির মধ্যে ১.০৪৩ কেজি অ্যাম্ফিটেরামাইন, ১.০৪৫ কেজি মিথাকালোন রয়েছে। বাকি ১৬৪ গ্রাম মাদকের প্রকার এখনও জানতে পারেনি পুলিশ। অজানা সেই মাদকের (Drugs) চরিত্র জানার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে পুলিশ। নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। পাশাপাশি ওই দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা। মাদক সামগ্রী পরীক্ষানিরীক্ষা করে এসটিএফের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক কালো বাজারে এসব মাদকের মোট দাম ১০ কোটিরও বেশি।

STF সূত্রে জানা গেছে , ধৃতদের একজনের নাম আমজাদ খান। বছর ছত্রিশের আমজাদ রাজস্থানের (Rajasthan) ঝালওয়ারের বাসিন্দা। অপরজন পীযূষ মণ্ডল ওরফে নিধুর বাড়ি পশ্চিমবঙ্গের বনগাঁয় (Bongaon)। এরা দু’জন মিলে কলকাতায় বসেই নিষিদ্ধ মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ তাদের গ্রেপ্তার করা হয়। NDPS আইনের অন্তত তিনটি ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে এসটিএফ। ট্যাংরা এলাকায় এত বড় মাদকচক্রের হদিশ মেলায় এলাকায় পুলিশি নজরদারি আরও বেড়েছে।

- Advertisement -
Latest news
Related news