Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: শীতের পিছুটান! খড়গপুর মেদিনীপুরে আজ থেকে ফের ৩ দিন ঠান্ডার আমেজ

The official farewell on the 4th of February, but the winter is going to be a few more days due to the rain. And then maybe goodbye. However, before that farewell, the mood of winter flared up again in Kharagpur Medinipur. On Friday, two cities along the Kansai coast spent a rainy day with the whole of South Bengal. Saraswati Pujo feels quite cold. The meteorological department said today, Sunday is going to be colder. Bright sky, scorching sun since Sunday morning. And as soon as the sun goes down, the frost will come down in a hurry. Not only that, the weather office predicts that a couple of winters may come in the next few days.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ৪ঠা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিদায় তবুও বৃষ্টিতে ভর করে আরও কয়েকদিন থেকে যাচ্ছে শীত। আর তারপরই হয়ত পাকাপাকি বিদায়। তবে সেই বিদায়ের আগে আবারও জাঁকিয়ে শীতের আমেজ খড়গপুর মেদিনীপুরে। শুক্রবার সমগ্র দক্ষিণবঙ্গের সাথে বৃষ্টি ভেজা দিন কাটিয়েছে কাঁসাই পাড়ের দুই শহর। সরস্বতী পুজোয় মোটামুটি শীতের অনুভব।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ, রবিবার আরও ঠান্ডা পড়তে চলেছে। রবিবার সকাল থেকেই উজ্জ্বল আকাশ, কটকটে রোদ। আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই হিমের পরশ নামবে হুড়মুড়িয়ে। শুধু তাই নয় আগামী দিন দুয়েক শীতের আমেজ মিলতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

যদিও আর বেশি সময় থাকছেনা শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিন দুয়েক পর থেকেই ফের পারদের মাত্রা চড়বে উঁচুর দিকে। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই মাঝ মাঘে অকাল বসন্তের ছোঁয়া পেয়ে গেছে বাঙালি এবার প্রথম ফাল্গুন থেকেই পাকাপাকি গেড়ে বসতে চলেছে বসন্ত। প্রকৃতির নিয়মে এবার দিনে গরম এবং রাতে হিমের আমেজ।আলিপুর আবহাওয়া দফতর শনিবার জানিয়েছে, আগামী দু’-তিন দিন রাজ্যের প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রী কমবে। তার পরে আবার ২-৪ বাড়বে। আজ, রবিবার খড়গপুর মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ ২৪ ডিগ্রী সেলসিয়াস। সময় আসছে লেপ কম্বল, গরম জামাকাপড় ফের বছর খানেকের জন্য তুলে রাখার।

আবহাওয়া দফতরের হিসেব বলছে আজ, রবিবার ২ ডিগ্রী তাপমাত্রা কমলে শীত ভাব বেশি মালুম হতে পারে। বৃষ্টি কমায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও পারদ নামবে। আগামী দু’দিনের পারদ পতনে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট কিছুটা বেশি মালুম হতে পারে। এই সময়ে একটু সাবধান থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের সাবধানে রাখতে হবে। আবহাওয়ার ঠান্ডা গরমের এই ঘন তারতম্য দুর্বল শরীরে ধকল দিতে পারে। তাই একটু সাবধানে থাকা দরকার সবারই।

- Advertisement -
Latest news
Related news