Saturday, July 27, 2024

Ghatal: ভোর রাতে আগুন ঘাটালে! পুড়ে ছাই অর্ধকোটি, অন্তর্ঘাতের অভিযোগ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি করাতকল সহ কাঠের গুদাম। করাতকলের যন্ত্রাংশ এবং মজুদ কাঠ মিলিয়ে অন্ততঃ ৫০লক্ষ টাকার সম্পত্তি ছাই হয়ে গেছে বলে দাবি করা হয়েছে করাতকল মালিকের পক্ষ থেকে। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত রাধানগর এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দমকলের ২টি ইঞ্জিন মিলে প্রায় ৪ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

করাতকল তথা কাঠগুদামের মালিক অরুন কুমার ঘোষ জানিয়েছেন, সোমবার আনুমানিক ভোর ৩টা নাগাদ আগুনের অস্ত্বিত্ব জানতে পারি আমরা। সাথে সাথেই পুলিশ এবং দমকলের সঙ্গে যোগাযোগ করি। দমকল প্রায় ১ঘন্টা পরে এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারন করেছিল। যেখানে করাতকলটি রয়েছে সেই ঘরটি প্রায় পুড়ে গিয়েছিল। এরপর আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় রাখা চেরাই কাঠ, কাঠের গুঁড়িতে। একটা সময় চারদিকেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের কর্মীরা পর্যাপ্ত চেষ্টা করেছেন কিন্তু ওই ভয়াবহ আগুনের কাছে সে চেষ্টা খুব কার্যকরী হয়নি। প্রায় সর্বস্বই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

গুদামে থাকা এক কর্মচারী জানিয়েছেন, আমি রাত ১টা নাগাদ একবার বাইরে বেরিয়েছিলাম। তখনও সব কিছুই স্বাভাবিক ছিল। এরপর ৩টা নাগাদ বাইরে এসেই আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি মালিককে জানাই। ডাকাডাকি করে জাগানো হয় আশেপাশের মানুষদেরও। প্রথমে নিজেরা চেষ্টা করি আগুন নেভাতে। তারপর আসে দমকল। দমকলকর্মীরা জানিয়েছেন, শর্টসার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে আগুন লাগার কারন নিয়ে মালিকের মধ্যে ধন্দ থাকলেও পরে তিনি দাবি করেন, আমার মনে হচ্ছে বিষয়টি অন্তর্ঘাতের। কেউ ইচ্ছা করেই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের কাছে আবেদন করব বিষয়টি তদন্ত করে দেখার জন্য।

- Advertisement -
Latest news
Related news