Saturday, July 27, 2024

Nupur Sharma Issue: নুপুর শর্মা ইস্যুতে হিংসায় ইন্ধন ও গুজব ছড়ানোর বিরুদ্ধে ফেসবুকে নজরদারি পশ্চিম মেদিনীপুর পুলিশের! বিজেপি নেতা সহ গ্রেফতার ৩, কাঁথিতে নুপুরের বিরুদ্ধে FIR

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার নবী সংক্রান্ত মন্তব্য ঘিরে বির্তকের রেশ ছড়িয়েছে বিশ্বজুড়েই। ভারতের কয়েকটি রাজ্যের পরে যার অভিঘাত বাংলাতেও। গত বৃহস্পতিবার থেকে টানা ৩দিন উত্তাল হয়েছে রাজ্যের কয়েকটি প্রান্ত। বিশেষ করে হাওড়া জেলায় বেশ কিছু জায়গায় অশান্তির আগুন জ্বলেছে। রবিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে যেন আর কোথাও সমস্যা তৈরি না হয় তার জন্য সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে সমাজমাধ্যম গুলির ওপর কড়া নজরদারি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিশেষ ভাবে নজর রাখছে ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামের ওপর। রবিবার ফেসবুকে কিছু আপত্তিজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলার ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বেলদা এলাকার এক বিজেপি নেতাও রয়েছেন বলে জানা গেছে। বেলদার ব্যাংদা থেকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম শিবশঙ্কর জানা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পশ্চিম মেদিনীপুর পুলিশের এক কর্তা জানিয়েছেন, শিব শঙ্কর জানা এবং আরও ২জন ফেসবুকে যা মন্তব্য করেছেন তাতে অশান্তির বাতাবরণ তৈরি হতে পারত। ধৃতদের পোস্টগুলিতে বিশৃঙ্খলা ও অশান্তির জন্য রীতিমত উস্কানি ও আহ্বান ছিল। যে কারনে ভারতীয় তথ্য প্রযুক্তি আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পশ্চিম মেদিনীপুর পুলিশের পক্ষে জানানো হয়েছে ওই তিনজনকে গ্রেফতার ছাড়াও কয়েকজনকে সতর্ক করে পোস্ট মুছে দিতে বলা হয়েছে। পুলিশের পক্ষে বলা হয়েছে মতপ্রকাশের স্বাধীনতার ওপর পুলিশ হস্তক্ষেপ করবেনা কিন্তু মনে রাখতে হবে মতপ্রকাশের নাম করে এমন কিছু উস্কানিমূলক পোস্ট করা যাবেনা যাতে শান্তির বাতাবরণ নষ্ট হয়।

এদিকে দিল্লি-মুম্বইয়ের পর এবার বাংলাতেও বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হল। তাও আবার অধিকারীদের খাসতালুক কাঁথিতে। কাঁথি থানায় নুপুরের বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে মামলা দায়ের করেছেন রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নুপুরের বিরুদ্ধে শান্তিভঙ্গ করা, দাঙ্গায় উস্কানি দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়েছে। নুপুরকে অবিলম্বে গ্রেফতার না করা হলে প্রয়োজনে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা আইনজীবী। তিনি জানিয়েছেন, নুপুর শর্মা যা বলেছেন তা দেশের সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। তার পরেও কেন্দ্রের ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা নুপুর রেহাই পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ নুপুরকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই তলব করেছে।

- Advertisement -
Latest news
Related news