Saturday, July 27, 2024

Tragic Accident: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত বাসের চালক সহ ৩, আহত ১৭! পশ্চিম মেদিনীপুরে ম্লান প্রাক স্বাধীনতা দিবস

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও লরির খালাসি সহ মোট ৩ জনের মৃত্যু হল। সারা দেশের সাথে পশ্চিম মেদিনীপুর জেলাও যখন স্বাধীনতার ৭৫ তম দিবস পালনের আনন্দ প্রস্তুতিতে ব্যস্ত তখনই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল গড়বেতা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতরা হলেন বাসের চালক কমল মাহাত (৫০), লরির খালাসি সুনীল মাহাত (৪৩), এবং যাত্রী মাজেদা মল্লিক (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে ৬০নম্বর জাতীয় সড়কে(Baleswar-Raniganj NH-60) গড়বেতা (Garhbeta) থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড থেকে কিছুটা দূরে তুলসিচটি নামক জায়গায়। ঘটনাটি দেখতে পেয়েই ছুটে যান স্থানীয় মানুষজন। প্রাথমিক ভাবে উদ্ধার কার্যে হাত লাগান তাঁরাই। খবর পেয়ে চন্দ্রকোনা ফাঁড়ি ও গড়বেতা থেকে পুলিশ আধিকারিক ও কর্মীরা ছুটে যান। স্থানীয়দের সহায়তায় বাকি যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য পুলিশের উদ্যোগে বেশ কয়েকটি আ্যম্বুলেন্স আনা হয়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ জানিয়েছে ঘটনা স্থলেই মৃত বাস চালক কমল মাহাতের বাড়ি কিয়ামচার নিকট কুসমাশুলি গ্রামে। অন্যদিকে লরি চালক সুনীল মাহাতের বাড়ি ডুকির নিকট ভালাইটিকরি গ্রামে। নিহত যাত্রী মাজেদা মল্লিক হুমগড় সংলগ্ন বগড়িডির বাসিন্দা। আহত ১৭ জন হলেন, 1) অদিতি চৌধুরী,গড়বেতা 2) মিনা প্রামাণিক, সিলাতি, 3) রাজপুত্র মল্লা, বড় গুইতপা 4) প্রান্তিক পাল, ক্ষীরপাই 5, রাকেশ ভূঁইয়া, ধবাগেড়িয়া, 6, সুকুমার লোহার, গোয়ালতোড়,7, হারাধন মল্লিক, আধারনয়ন, 8) দুলু টুডু, মায়রাকাটা, 9) লক্ষী টুডু ফিরকিডাঙ্গা, 10) তুফান পণ্ডিত, গড়বেতা 11) গোবিন্দ কারক, চন্দ্রকোনারোড,12) সুকুমার লোহার, 13) হারাধন মল্লিক, 14) জগন্নাথ দে সরোবোধ, 15) তসলিমা খান, গড়বেতা,16) নিমাই প্রামাণিক, গড়বেতা, 17)পূর্ণিমা সরদার চাঁদাবিলা।

পুলিশ জানিয়েছে বসন্ত রায় নামের ওই বাসটি চন্দ্রকোনা রোড থেকে গড়বেতা হয়ে গোয়ালতোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অন্যদিকে ১২চাকার লরিটি গড়বেতা থানার ময়রাকাটা হয়ে চন্দ্রকোনা রোডের অভিমুখে আসছিল। তুলসিচটির কাছাকাছি রাস্তার ওপর একটি জলনিকাশি কার্লভাট পেরুনোর জন্য বাসটি গতি বাড়িয়ে দেয় আর তখনই বিপরীত দিক থেকে আসা লরিটিও ওই কার্লভাটের ওপর উঠছিল। বাসটি সরাসরি আছড়ে পড়ে লরিটির ওপর। প্রচন্ড সংঘর্ষের অভিঘাতে বাসটি অনেকটা উঁচুতে উঠে একবার পাল্টে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে। যাত্রীরা ছিটকে পড়ে এদিক ওদিক। ঘটনায় মোট ১৭ জন আহত হয় যার মধ্যে ১৫জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ২জনের আঘাত অল্প হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -
Latest news
Related news