Saturday, July 27, 2024

কেশপুরে মালিকের মারে কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ! মৃতদেহ উদ্ধারে বাধা পুলিশকে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: এক কাপড় ও হার্ডওয়ার দোকানের মারে মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানা এলাকা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষন মৃতদেহ রেখে চলে বিক্ষোভ। মৃতদেহ উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
এই দোকানেই ঘটে ঘটনা

পুলিশকে ঘিরেও মৃতের পরিবার পরিজন ও পড়শিরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে দোকান মালিককে গ্রেপ্তার করে বিক্ষোভ প্রশমিত করে মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে কেশপুর থানার গোলাড় এলাকায়। গোলাড় বাজারের ওপর একটি কাপড় ও হার্ডওয়্যার দোকান রয়েছে শাহাজান আলি নামে এক ব্যক্তির। ওই দোকানেই গত ৩বছর ধরে কাজ করে আসছিলেন তারাপদ দোলই।

শোকে ভেঙে পড়েছেন তারাপদর পরিবার

শাজাহান আলি এবং বছর আটত্রিশের তারাপদ দোলাইয়ের বাড়ি গোলাড় এলাকাতেই।
মঙ্গলবার সকালে দোকান খোলার পর কোনও কারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন মালিক এবং কর্মচারী। বচসার মধ্যেই শাহাজান তারাপদকে কোনও কিছু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়েই ছুটে আসেন তারাপদ দোলাইয়ের বাড়ির লোকজন ও পড়শিরা। দোকান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোলাড়-নেড়াদেউল সড়ক। ছুটে আসে পুলিশ। এরপর পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়।জনতার অভিযোগ শাসকদল ও পুলিশ মিলে শাহাজান আলীকে বাঁচানোর চেষ্টা করছে। খুনের মামলাকে হালকা করে দেখানোর চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো দরকার আর সেই কারণেই মৃতদেহটি সংগ্ৰহ করতে এসেছে তারা। কিন্তু বিশাল সংখ্যক নারী পুরুষ মিলে পুলিশকে ঘিরে ধরে। এরই মধ্যে অবশ্য শাহাজান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের পদস্থ আধিকারিকরা এসে জনতাকে শান্ত করে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় দেহটি। এলাকায় টান টান উত্তেজনা থাকায় বেশ কিছুক্ষণ পরেও ঘটনাস্থলে পুলিশকে থাকতে দেখা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে ধৃত দোকান মালিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -
Latest news
Related news