Saturday, July 27, 2024

Midnapore Little Magazine: বাংলা লিটল ম্যাগাজিনের দুনিয়ায় অন্যন্য ভাবনায় শব্দপথ! সম্মানিত দুই মেদিনীপুর

- Advertisement -spot_imgspot_img
ছবি আঁকছেন হিরন, বিমুগ্ধ প্রদীপ্ত

নিজস্ব সংবাদদাতা: দুনিয়া জুড়ে শুধু মুক্তোরই কদর! হোক না তা আসল কিংবা ঝুটা মোতি। কিন্তু  যে ঝিনুক তার দুটি খোলের মধ্যে বুকে আঁকড়ে কাঁকর যন্ত্রনা সহ্য করে স্নেহের  পরতে পরতে মুক্তার নির্মাণ করে, তার কদর কোথায়? ঠিক যেন বাংলার লিটল ম্যাগাজিনের সম্পাদক! রোগা কিংবা মোটা, ঝকঝকে অথবা ম্যাড়ম্যাড়ে, দু মলাটের ভেতর একটি একটি করে মুক্তা তৈরি করেন যে সম্পাদকরা তাদের কদর নেই ততটা যতটা কদর পান তাঁরই আবিষ্কৃত কবি সাহিত্যিক, কথাকাররা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
সম্পাদকের জন্য

বাংলা শিল্প সাহিত্য চর্চার সেই খেদ কিছুটা হলেও মিটিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম লিটল ম্যাগাজিন শব্দপথ পত্রিকার সম্পাদক প্রদীপ্ত খাটুয়া। শনিবার, ২৯ অক্টোবর ২০২২, তমলুক পুরসভার মহেন্দ্র স্মৃতি সদন ভবনে এক সাথে প্রবীণ ও নবীন মিলিয়ে সম্বর্ধিত করা হল দুই মেদিনীপুরের ১৫ জন পত্রিকা সম্পাদককে। এক সাথে ১৫ জন! বাংলার আর কোনও সাহিত্য অনুষ্ঠান এই কাজ করেছেন কিনা স্মরণে আসেনা।

শব্দপথে সেজেছে তমলুক

‘সারাদিন লিটল ম্যাগাজিন’ শীর্ষক এই অনুষ্ঠানে কবিতা পাঠ ও কথা, আবৃত্তি ও আলোচনার পাশাপাশি ওই সম্বর্ধনা অনুষ্ঠানের ভাবনার জন্য শব্দপথ গোষ্ঠীর কাছে খানিকটা হলেও ঋণী হয়ে থাকল বাংলার লিটিল ম্যাগাজিন আন্দোলন। এদিন দুটি বিশেষ ভাগে সম্বর্ধিত করা হয়েছে দুই মেদিনীপুরের সম্পাদকদের।

সেজেছে তাম্রলিপ্ত পৌরসভা

সম্মাননাপত্র, স্মারক, উত্তরীয় ছাড়াও সামান্য হলেও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। প্রথম পর্বে শব্দপথ লিটল ম্যাগাজিন বিশেষ পুরস্কার ২০২২  প্রাপকরা হলেন ক্ষিতীশ সাঁতরা (মাটি), লক্ষ্মণ কর্মকার(সৃজন), সূর্য নন্দী(এবং সায়ক), হরপ্রসাদ সাহু (লোককৃতি), জহরলাল বেরা (ল্যাকেটু), দেবাশিস প্রধান ( কবিতার কাগজ)।

সন্তান নিয়ে বসেছেন সম্পাদকরা

দ্বিতীয় পর্বে শব্দপথ লিটল ম্যাগাজিন পুরস্কার ২০২২ প্রদান করা হয় কৃষ্ণ সৎপথী ( মেঠোপথ), সৌমেন সাউ (চালচিত্র), বিরুপাক্ষ পণ্ডা(প্রতিকথা), সুদর্শন খাটুয়া (দিঘলপত্র), মনোতোষ আচার্য( প্রদীপ্ত চন্দ্রবিন্দু), রাজকুমার আচার্য (স্রোত), আশিস মিশ্র (ঝরোকা), নিরঞ্জন মিশ্র( সংকলিত সুচেতনা), তাপস বৈদ্য(শব্দমালা)।

সম্বর্ধিত সম্পাদক

ব্যতিক্রমী এই প্রদীপ্ত ভাবনার সাক্ষী হিসাবে হাজির ছিলেন বর্তমান বাংলার শিল্প সাহিত্য দুনিয়াকে শাসন করছেন এমন প্রথিতযশা ব্যাক্তিত্বরা। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন চিত্রশিল্পী হিরণ মিত্র, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক নলিনী বেরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী দীপেন্দ্রনারায়ণ রায়, চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা, ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি অধিকর্তা আশিস গিরি, বিশিষ্ট শিশু সাহিত্যিক পার্থসারথি গায়েন, সাহিত্যিক বিভাস রায়চৌধুরী, বিধানচন্দ্র সামন্ত, ক্ষিতীশ সাঁতরা, লক্ষ্মণ কর্মকার, তমাল লাহা প্রমুখরা।

কবিতা, আড্ডা, আলোচনা

প্রদীপ্ত খাটুয়া, দেবব্রত দত্ত, আশিস মিশ্রদের সূচনা কথন, গ্রন্থনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের বড় পাওনা ছিল লিটিল ম্যাগাজিন সম্পর্কিত মনোজ্ঞ আলোচনাটি।

- Advertisement -
Latest news
Related news