Saturday, July 27, 2024

Police Vs Police: মেদিনীপুরে বাইক থেকে চাবি তুলে নিতেই পুলিশকে চড় পুলিশের! ‘পাওয়ার’ দেখানোর লড়াই

The 28-second video shows a young man trying to show the bike documents to a traffic police constable on duty by looking at his mobile phone. But the constable picked up the key of the young man's bike in the middle of his mobile phone. The angry young man who is a CISF jawan tried to show his identity card from his back pocket but the constable did not agree to see the identity card of the youth. Then the young man says, 'You are showing your power!' Saying this, the young man dragged the constable and wanted to show his identity card. But even then the constable did not want to see the identity card and the young man slapped the constable. Another traffic constable intervened when a fight broke out. The video has been viewed so far. The jawan latter detained by Midnapore Kotwali police with the allegation to assault a public servant.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: রাজ্য পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর পুলিশ! কার ‘পাওয়ার’ বেশি? নিয়ম বলছে যে যার কর্মক্ষেত্রে কিন্তু ‘সেন্টু’ বা ইগো মাথায় চড়ে গেলে কেউ আর নিজের জায়গা ধরে রাখতে পারেনা। বিশেষ করে জনসমক্ষে যদি কারও ‘ইগো’ নিয়ে টানাটানি হয়। মারের সেই মুহূর্তআর সেই ইগোর বশেই কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে চড় কষিয়ে দিলেন এক কেন্দ্রীয় পুলিশের জওয়ান। রবিবার প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায়। দুই পুলিশের সেই কর্মকান্ড মোবাইল ক্যামেরায় ভিডিও বন্দি হয়ে ছড়িয়ে পড়েছে শহরময়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের কনস্টেবলকে নিজের মোবাইল ঘেঁটে বাইকের কাগজপত্র দেখানোর চেষ্টা করছে এক যুবক। কিন্তু সে মোবাইল ঘাঁটার মধ্যেই ওই যুবকের বাইকের চাবি তুলে নেয় ওই কনস্টেবল। ক্রুদ্ধ যুবক এবার পেছনের পকেট থেকে নিজের পরিচয়পত্র দেখানোর চেষ্টা করে এবং বলে সে কে তার খোঁজ যেন ওই ট্রাফিক কনস্টেবল অতিরিক্ত পুলিশ সুপারের কাছ থেকে নিয়ে নেয়।

বাইকের চাবি খুলে নেওয়ার পরই শুরু গন্ডগোল

ওই কনস্টেবল জানিয়ে দেয় তাঁর কারও খোঁজ নেওয়ার দরকার নেই। ট্রাফিক কনস্টেবল যুবকের পরিচয়পত্র দেখতেও রাজি হয়নি। এরপরই ওই যুবক বলে, ‘তুই কী তোর পাওয়ার দেখাচ্ছিস!’ এই বলে যুবক কনস্টেবলকে টেনে নিজের পরিচয়পত্র দেখাতে চায়। কিন্ত তারপরও কনস্টেবল পরিচয়পত্র দেখতে না চাওয়ায় ওই যুবক কনস্টেবলকে ঠাটিয়ে একটা চড় মারে। মারামারি হওয়ার উপক্রম হলে অন্য এক ট্রাফিক কনস্টেবল বিষয়টিতে হস্তক্ষেপ করে। ভিডিওটি এই পর্যন্ত দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে মেদিনীপুর বিডিও অফিসের দিক থেকে কুইকোটার দিকে আসছিলেন ওই যুবক যে কিনা একজন সিআইএসএফ জাওয়ান। জাওয়ান রাস্তার ভুল দিকেই ছিলেন। সেই সময় যানজট নিয়ে হঠাৎই ট্রাফিক পুলিশদের সাথে বচসায় জড়ায় এই বাইক আরোহী। এরই মধ্যে ওই পুলিশ কনস্টেবল মোটরবাইকের চাবি নিয়ে নেওয়ার পরই গন্ডগোলের সূত্রপাত।

কনস্টেবলকে টেনে আনছেন ওই জওয়ান

অভিযুক্ত বাইক আরোহীর নাম জয় সিংহ। বাড়ি মেদিনীপুর শহরের গোলাপি চক এলাকায়। দ্বিতীয় কনস্টেবলের হস্তক্ষেপের ফলে গন্ডগোল মিটে যায়। সম্ভবতঃ যুবক কেন্দ্রীয় পুলিশের জাওয়ান জানার পরই তাঁকে তখন যেতেও দেওয়া হয়। কিন্তু পরে কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তোলার অপরাধে আটক করা হয়েছে ওই যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানার পুলিশ।

- Advertisement -
Latest news
Related news