Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: খড়গপু্র মেদিনীপুরে এক লাফে ৩ ডিগ্রী নেমে রেকর্ড ভেঙে ঝাঁপালো শীত! জঙ্গল মহলেও জমিয়ে ঠান্ডা বড়দিনের আগেই

Winter broke all the records of the current season. The winter mercury settled at 9 degrees on Friday. Kharagpur along with Midnapur and Jangalmahal have started to tremble under the pressure of passing. The joy of celebrating Christmas or Christmas Day is back in the mood of this winter, which is looming over the weekend. Plans for picnics on the banks of the Kansai River have been going on since the coming holidays. According to the Vidyasagar University Meteorological Garden, the day's minimum temperature on Friday stood at 9.57 degrees Celsius, the coldest day of the season so far. Eight days ago, December 8 was the coldest of the current season. The minimum temperature on that day was 10.24 degrees Celsius.The Meteorological Department has said that the mercury has dropped by 3 degrees in the last 24 hours. The minimum temperature recorded at Vidyasagar University on Thursday was 12.67 degree Celsius. The average temperature on Friday was 17.82 degrees Celsius, down about two and a half degrees compared to Thursday. From Thursday, the strength of the wind was increasing little by little. The wind speed was 5 km per hour on Friday morning.And it started on Friday, the coldest day of December.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: চলতি মরশুমের যাবতীয় রেকর্ড ভেঙে দিল শীত। শুক্রবার 9 ডিগ্রীর ঘরে দাঁড়িয়ে শীতের পারদ। সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে কাঁপতে শুরু করেছে খড়গপু্র মেদিনীপুরের সাথে জঙ্গলমহল। সপ্তাহান্তে জাঁকিয়ে পড়া এই শীতের আমেজে ফিরে এসেছে বড়দিন বা ক্রিসমাস ডে পালনের আনন্দ। পাড়ায় পাড়ায় আগামী ছুটির দিনগুলো থেকেই চলছে কাঁসাই নদীর পাড়ে পিকনিকের পরিকল্পনা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আবহাওয়া উদ্যানের তরফে জানানো হয়েছে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 9.57 ডিগ্রী সেলসিয়াসে যা এই মরশুমের এখনও অবধি শীতলতম দিন। আট দিন আগে ৮ ডিসেম্বর চলতি মরশুমের সর্বাধিক ঠান্ডা ছিল। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.24 ডিগ্রী সেলসিয়াস।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আবহাওয়া দপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় এক লাফে পারদ নেমেছে ৩ ডিগ্রী। বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছিল 12.67 ডিগ্রী সেলসিয়াস। বিশ্ববিদ্যাল়য় সূত্রে জানা গেছে শুধু সর্বনিম্ন নয় তাপমাত্রার ব্যাপক হেরফের ঘটেছে দিনের গড় তাপমাত্রার ক্ষেত্রেও। বৃহস্পতিবারের তুলনায় প্রায় আড়াই ডিগ্রী নিচে নেমে শুক্রবার দিনের গড় তাপমাত্রা 17.82 ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার থেকেই একটু একটু করে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছিল। শুক্রবার সকালে সেই বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 5 কিলোমিটার। মেঘমুক্ত আকাশ আর উত্তুরে বাতাস ভর করে হিমেল হাওয়া কাঁপিয়ে দিচ্ছে কাঁসাই উপত্যকাকে। আর তারই শুরু হল শুক্রবার, ডিসেম্বরের শীতলতম দিনে (Coldest Day)।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে বাতাসে জলীয় বাষ্পের (humidity) পরিমাণ ছিল ৩৩ থেকে ৯৬ শতাংশ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নেই নিম্ন চাপের ভ্রুকুটি। ফলে মাঝ ডিসেম্বরের এই রেকর্ড ঠান্ডা আপাতত নিম্নগামীই হবে। যদি উত্তুরে বাতাসের দাপট আরও বাড়ে তবে হাড় কাঁপানো শীত টের পাবে খড়গপু্র মেদিনীপুর সহ ঝাড়গ্রাম ও সমগ্র জঙ্গল মহল। শুক্রবার ঝাড়গ্রাম সহ সমগ্র জঙ্গল মহলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। জায়গায় জায়গায় ডালপালা জ্বালিয়ে মানুষকে আগুন পোহাতে লক্ষ্য করা গেছে। আগামী বড়দিনের ছুটি অবধি এমনই শীত থাকবে বলে আবহাওয়াবিদদের অনুমান।

- Advertisement -
Latest news
Related news