Saturday, July 27, 2024

Kharagpur: খড়গপুর ও ডেবরায় ৩ দুর্ঘটনা, মৃত্যু ৩

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ২টি থানা এলাকায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় ডেবরা ও খড়গপুর গ্ৰামীণ থানা এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে একজন। এরমধ্যে ডেবরা থানার মোট দুটি এবং খড়গপুর গ্রামীন থানায় একটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ডেবরা টোলপ্লাজার কাছে ছয় নম্বর জাতীয় সড়কে খড়গপুর গামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো লেনে চলে যায়। সেখানে কলকাতাগামী একটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে লরি চালকের মৃত্যু হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ জানিয়েছে লরির কেবিন থেকে একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সেখানে আশিস রাজভর(২৭) নাম লেখা রয়েছে। বাড়ি উত্তরপ্রদেশের আজমগড় উল্লেখ রয়েছে। তবে মৃত চালকের নাম এইটি কিনা পুলিশ শুক্রবার বিকাল পর্যন্ত নিশ্চিত হতে পারে নি। অপরদিকে ওই রাতেই ডেবরা থানার ধামতোড় এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির পেছনে একটি মোটরবাইক ধাক্কা মারে। সেখানে অনুপ মন্ডল(৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন সঞ্জয় মুর্মু নামে অপর বাইক আরোহী। তিনি বর্তমানে ডেবরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃত ও জখম দুজনের বাড়ি ডেবরা থানার আবদালিপুর এলাকায়। জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়াতে অনুপ সোনার দোকানে কাজ করেন। পাঁচদিন আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার বন্ধু সঞ্জয়ের সঙ্গে পাওয়ার টিলারের যন্ত্রাংশ কেনার জন্য পাঁশকুড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই দু’জনে বাইকে ফিরছিলেন। এদিকে বৃহস্পতিবার রাতে খড়গপুর গ্ৰামীণ থানার খাটরাঙ্গা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম স্বপন মাইতি (৪২)। বাড়ি খড়গপুর গ্ৰামীণ থানার গোপীনাথপুর এলাকায়। জানা গিয়েছে মৃত যুবক একটি নামকরা ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের রাঁধুনি ছিলেন। তিনি বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

- Advertisement -
Latest news
Related news