Saturday, July 27, 2024

Nandigram CBI: এবার ধর্ষণের মামলা মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে! মামলা রুজু সিবিআই-র

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা : ২৪ ঘন্টা হয়নি আদালতের রায়ে প্রাণ ভরে শ্বাস নিতে পেরেছিলেন ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। তারই মধ্যে ধর্ষণের মামলায় তাঁকে অভিযুক্ত করে নতুন করে মামলা দায়ের করল সিবিআই ( CBI)। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় ২ মে। জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পরের দিনই ওই ঘটনা ঘটে। ওই সময় নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বাড়িঘর ভাঙচুর, মারধরের মতো অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ৩ মে নন্দীগ্রামের একটি বাড়িত প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়ে বলে অভিযোগ ওঠে। আর সেই মামলাতেই অন্যতম অভিযুক্ত শেখ সুফিয়ানকে অভিযুক্ত করে নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করল সিবিআই।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য এর আগে নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতির মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে শেখ সুফিয়ানের। তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সুফিয়ান আগাম জামিন চেয়ে তবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বুধবারই সেই মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। ফলে স্বস্তি পেয়েছিল তিনি কিন্তু ১২ ঘন্টা পের হলনা তারই মধ্যে ৯ মাস আগের সেই গৃহবধূ ধর্ষণে ঘটনায় সুফিয়ান সহ ১৮ জনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে সুফিয়ান।

ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সুফিয়ানের দাবি, চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করে, তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে বিজেপি। সুফিয়ান বলেছেন, ‘ওই সময় কোনও মামলা না করে ৯ মাস পরে সিবিআই মামলা করছে।রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিজেপি নেতাদের কথায় এই মামলা করেছে সিবিআই। কিন্তু এতে লাভ হবেনা।’ অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের বক্তব্য, ‘ভোট পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনার সময় এক মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণ করে তৃণমূলের দুষ্কৃতীরা । সেই সময় সিবিআইর কাছে অভিযোগ জানানো হয়েছিল। এখন সিবিআই আইনী ব্যবস্থা নিতে চলেছে। সিবিআই আইন মেনে পদক্ষেপ নিচ্ছে । রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ঠিক নয় ।’

এদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে , ইতিমধ্যেই অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেছে সিবিআই। সেখান থেকেই সিবিআই এই ঘটনায় সুফিয়ান যোগ পেয়েছেন। পাওয়া গেছে আরও কিছু নাম। সব মিলিয়ে নতুন করে আরও একটি মামলায় জড়িয়ে যাওয়ায় চাপ বাড়ছে নন্দীগ্রামের এই সর্বোচ্চ নেতার ওপর।

- Advertisement -
Latest news
Related news