Saturday, July 27, 2024

Debra Festival: সাড়ম্বরে শুরু সাতদিনের ডেবরা উৎসব! বার্তা পাঠালেন সাংসদ দেব

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: শনিবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ‘ডেবরা গ্রামীণ উৎসব ২০২২’। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার হরিমতি স্কুল ময়দানে ‘ডেবরা গ্ৰামীন উৎসব ২০২২’ শুভারম্ভ করলেন রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা ডেবরার বিধায়ক এবং ডেবরা উৎসব কমিটির চেয়ারম্যান ড: হুমায়ুন কবীর। উৎসব আজ থেকে চলবে আগামী ৪ ঠা মার্চ পর্যন্ত। উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার সাংসদ প্রতিনিধি তথা ডেবরা গ্রামীণ উৎসব কমিটির সভাপতি সীতেশ ধাড়া, সম্পাদক অশোক কুমার রায়, সহ- সভাপতি চিত্তরঞ্জন মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের বি এম ও এইচ আরিফ হাসান, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গেরা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য এই নিয়ে ষষ্ঠবার অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব যা এই এলাকার গ্রামীন জীবনে যথেষ্ট আনন্দ উদ্দীপনা নিয়ে হাজির হয়। ডেবরার সাধারণ মানুষ জানিয়েছেন, একসময় যাত্রা, কবিগান কিংবা স্থানীয় জলসা গ্রামীন মানুষের বিনোদনের জায়গা পূরণ করত। কিন্তু বর্তমানে সেই সব গ্রামীন শিল্প লুপ্ত প্রায় হওয়ায় সেই বিকল্প জায়গা নিয়েছে গ্রামীণ মেলা বা উৎসব। ডেবরা গ্রামীন উৎসবও সেরকমই একটি জায়গা নিয়েছে বলেই দাবি উৎসবের উদ্যোক্তারা। উৎসবের প্রধান উদ্যোক্তা সীতেশ ধাড়া বলেন, ডেবরা থানা এলাকার ১৩টি অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী খড়গপুর গ্রামীণ ও পিংলা ব্লকেরও প্রচুর মানুষ আসেন এই উৎসবে। শুধু তাই নয় পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বাসিন্দারাও এই উৎসবে সমবেত হন। সাধারণ জাতি ছাড়াও প্রচুর আদিবাসী জনজাতির মানুষও এখানে আসেন।

এবারের উৎসবে স্থানীয় শিল্পী ও শিল্প সংস্থাগুলির পাশাপাশি কলকাতার একঝাঁক অভিনেতা, অভিনেত্রী ও সেলিব্রেটিরা উপস্থিত থাকছেন উৎসবের মূল মঞ্চে। থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী ভট্টাচার্য, সায়নী ঘোষ, মনস্বীতা ঠাকুর, মানালী দে, সঞ্চিতা চ্যাটার্জী, অদৃজা ভট্টাচার্য এবং চলচ্চিত্র শিল্পী রঞ্জিত মল্লিকের মত ব্যক্তিত্ব। যাত্রাপালার পাশাপাশি থাকছে আদিবাসী ট্রুপের শিল্পীরাও। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এদিন অনিবার্য কারনবশত: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে একটি বার্তা পাঠিয়েছেন ডেবরা গ্রামীণ উৎসব কমিটি এবং আপামর ডেবরাবাসীর জন্য। তিনি এই উৎসবে আগত সকল মানুষদের শুভেচ্ছাও জানিয়েছেন।

 

- Advertisement -
Latest news
Related news