Saturday, July 27, 2024

Anubrata Mondal-BJP: অনুব্রত মন্ডলের গ্রেফতারের খবরে উল্লাস বিজেপিতে! পশ্চিম মেদিনীপুরে রাখীবন্ধন ভুলে নকুলদানা, গুড় বাতাসা বিলিতে মাতলেন কর্মীরা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আজ রাখী পূর্ণিমা ! সেই মত দলীয় ভাবে রাখীবন্ধনের কর্মসূচি নেওয়া হয়েছিল নারায়নগড় বিজেপির তরফে কিন্তু অনুব্রত মন্ডলের গ্রেফতাররের খবর ছড়িয়ে পড়ার পর কর্মসূচি বদলে গেল নিমিষেই। রাখীর বদলে শুরু হল অনুব্রত বা কেষ্ট মন্ডলের প্রিয় সেই ‘নকুলদানা’ বিতরণ। এদিন বেলদা বাজারে কেশিয়াড়ী মোড়ে এমনই অভূতপূর্ব কর্মসূচি পালন করলেন পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিজেপির মধ্য মন্ডলের সদস্য, সমর্থকরা। রাস্তায় চলাচলকারি পথচারী, সাইকেল আরোহী, মোটরবাইক আরোহী এমনকি চারচাকার প্রাইভেট কার দাঁড় করিয়ে চালকের হাতে নকুলদানা, গুড় বাতাসা তুলে দিতে দেখা গেল।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

নারায়নগড় বিজেপি মধ্য মন্ডলের এক নেতা বলেন, ” পরিকল্পনা এমনটা ছিলনা। গোটা বিষয়টি হঠাৎ এবং স্বতঃস্ফূর্ত ভাবেই হয়ে গেছে। কিছুক্ষণ আগেও আমাদের কর্মসূচি রাখীবন্ধনের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষকে রাখী পরানোর মধ্যে দিয়ে একটি হার্দিক বন্ধনের কর্মসূচি আমরা বেশ কয়েক বছর ধরেই পালন করে আসছি। সেই মত আজও আমরা কেশিয়াড়ী জড়ো হয়েছিলাম। খবর আসছিল যে বীরভূমে অনুব্রত মন্ডলের বাড়ির সামনে সিবিআই আধিকারিকরা জড়ো হচ্ছেন। আসলে সিবিআই-অনুব্রত অনেক দিনই দড়ি টানাটানি চলছে। কিন্ত আজই যে এভাবে উনি গ্রেফতার হয়ে যাবেন ভাবিনি। তাই গ্রেফতারের খবর পেতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মীরা। তাঁদেরই কেউ কেউ বাজার থেকে নকুলদানা, গুড়বাতাসা নিয়ে আসেন জনগনের মধ্যে বিলি করার জন্য।”

বিজেপির মেদিনীপুর জেলা সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক তথা নারায়নগড় এলাকার ভারপ্রাপ্ত নেতা গৌরীশঙ্কর আধিকারী নিজেও এই অনুষ্ঠানে ছিলেন। অধিকারী বলেন, ” পশ্চিমবঙ্গের গরু ও কয়লা চুরির তৃতীয় বৃহত্তম পান্ডাটিকে সিবিআই গ্রেফতার করেছে কিন্তু মূল পান্ডা বসে আছে নবান্নে। আমরা আশা করব সিবিআইয়ের হাত সেই অবধি পৌঁছাবে।” উল্লেখ্য গরু পাচার চক্রে সিবিআই দশম বারের জন্য বুধবার কলকাতায় তলব করে অনুব্রত মন্ডলকে। কিন্তু অনুব্রত কলকাতায় গিয়েও সেই সিবিআইকে এড়িয়ে বোলপুরে ফিরে আসে। এরপরই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

- Advertisement -
Latest news
Related news