Saturday, July 27, 2024

Paschim Medinipur: জাতি আপনাদের ওপর নির্ভর, প্রকৃত সত্য ও তথ্যকে সামনে আনুন! শিক্ষকদের আহ্বান সম্বর্ধিত পশ্চিম মেদিনীপুর যুব নেতার

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: নতুন এবং শক্তিশালী একটি সমাজ গঠনের জন্য শিক্ষকদের আহ্বান জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার যুব নেতা সন্দীপ সিংহ। সম্প্রতি তৃনমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি হিসাবে রাজ্য তৃনমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেয়েছেন সন্দীপ সিংহ। জেলার যুব সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বে আসীন হওয়ার পরই সন্দীপ উঠে পড়ে লেগেছেন সংগঠনকে ঢেলে সাজাতে। শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ সামলানোর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপ্লুত করেছে শালবনী সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বুধবার সন্দীপ সিংহ কে সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করে ছিলেন তাঁরা। সেই অনুষ্ঠানে সন্দীপ শিক্ষকদের বিনীত ভাবে আবেদন জানান, সমাজের স্বার্থে প্রকৃত তথ্য ও সত্যকে সামনে আনুন আপনারা। আপনারাই এটা পারেন কারন আপনারা এগিয়ে থাকা সামাজিক সম্প্রদায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্রের নব যোগদানকারী ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাও। তাঁদেরও সম্বর্ধনা জানানো হয় সংগঠনের তরফে।

বুধবার ডঃ সর্বপল্লী রাধাকৃষ্নেনর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ এর পর অনুষ্ঠানে চক্র সভাপতি তন্ময় সিংহ সকল শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি অভিনন্দন জানান সমিতির অন্যতম পৃষ্ঠপোষক সন্দীপ সিংহ কে জেলা যুব সভাপতি হওয়ার জন্য। সম্বর্ধনা নেওয়ার পর নিজের বক্তব্যে যুব সভাপতি সন্দীপ সিংহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি সঠিক তথ্য তুলে ধরার ও প্রকৃত সত্য তুলে ধরার আবেদন জানান। সেই সঙ্গে বিদ্যালয় চালু হলে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করানোর আহবান জানান।

সন্দীপ বলেন, “আপনারা, আমাদের শিক্ষক শিক্ষিকারা সমাজ গড়ার কারিগর। আর তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আরও নিবিড়ে সেই কাজ করে থাকেন তাই আপনাদেরও আমার যথা যোগ্য প্রণাম ও শ্রদ্ধা জানাই। চক্রের তরফে চন্দন মাসান্ত, সুব্রত দাস, অমর চৌধুরী, সঞ্জয় নামহাতা, সুদীপ দাস, অজিত দুলে, বাপ্পা বিষয়ী, অমিত কুমার মারিক ও শুভম চাউলিয়া, অভয় মিশ্র সহ প্রায় পঞ্চাশজন শিক্ষক শিক্ষিকা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেন সন্দীপ এই আহ্বান জানালেন ? কেজিপি বাংলাকে সন্দীপ জানান, এই ব্যাপক সোশ্যাল  মিডিয়ার বাজারে সত্য মিথ্যা গুলিয়ে যাচ্ছে মানুষের। প্রকৃত তথ্যের পাশাপাশি প্রচার করা হচ্ছে বিকৃত তথ্যও। মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে প্রকৃত সত্য ও তথ্য সাধারণ মানুষের জানা দরকার। বিকৃত তথ্য আমাদের মধ্যে যেন বিভ্রান্তি তৈরি না করে তা দেখার দরকার। উন্নত সমাজের জন্যই দরকার প্রকৃত সত্য ও আসল তথ্য। আমি মনে করি আমাদের সম্মানীয় শিক্ষকরাই এটা পারে এবং ইতিহাস বলছে এই কাজ তাঁরা আগেও করেছে।

- Advertisement -
Latest news
Related news