Saturday, July 27, 2024

Cyber Crime: কলেজের তরুণ পড়ুয়াদের সাইবার ক্রাইম নিয়ে সতর্ক করতে পুলিশের উদ্যোগে বিশেষ আলোচনা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: সাইবার ক্রিমিনালদের বিশেষ লক্ষ্য তরুণ সমাজ বিশেষ করে আ্যনড্রয়েড ফোন ব্যবহারকারী সমাজের সেই অংশ যাঁদের হাতে কিছুটা পয়সা থাকে আর থাকে পয়সা উপার্জনের আকাঙ্খা। নানাবিধ টোপ ফেলে এদের জন্যই অপেক্ষা করে সাইবার ক্রিমিনালের দল। ১৮ থেকে ২৫ বয়সী এই দলটিকে রেডিমেড কিছু উপার্জনের লোভ দেখিয়ে সহজেই ফাঁদে ফেলা যায়। তাই এই অংশের মধ্যে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও শালবনি থানার উদ্যোগে সাইবার ক্রাইম বিষয়ক এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মেদিনীপুর সিটি কলেজে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এদিন আলোচক বক্তারাও বলেছেন, যেহেতু কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বেশিরভাগ জন সমাজে বিভিন্ন রকম অপরাধমূলক মূলক কাজের শিকার হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাই শিবির থেকে বর্তমান সময়ে ছেলেমেয়েদের অপরাধপ্রবণতা মূলক কাজ থেকে সতর্ক করার পাশাপাশি তারা নিজেরাও কিভাবে সাইবার ক্রাইম থেকে সমাজকে রক্ষা করা যায় তাও ছিল আলোচনার বিষয়। খুবই সহজ মাধ্যম ব্যবহার করা হয় এই সচেতনতা শিবিরে।
আলোচনার পাশাপাশি কুইজ, দৃশ্য-শ্রাব্য উপকরণ এর মাধ্যমে তা দেখানো হয়। এ দিনের সচেতনতা শিবিরে অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া, মেদিনীপুর বনবিভাগের অতিরিক্ত বিভাগীয় বন আধিকারিক, শালবনি থানার দায়িত্বপ্রাপ্ত আইসি গোপাল বিশ্বাস সহ কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষে জলসিঞ্চন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনের শিবিরের শুভ সূচনা হয়।

অতিরিক্ত জেলা শাসকের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের কলেজে পড়তে পড়তেই সিভিল সার্ভিস, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির কথা উঠে আসে। যার মাধ্যমে উন্নত সমাজ গড়তে সাহায্য করবে। এছাড়া বিগত দিনে সিটি কলেজের উদ্যোগে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবন্ধ প্রতিযোগিতা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৩৬ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। জেলা পুলিশের এইরকম মহতী উদ্যোগে স্বভাবতই খুশি হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন কর্ণধার প্রদীপ ঘোষ ও অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী। শিবিরে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

- Advertisement -
Latest news
Related news