Saturday, July 27, 2024

Midnapore SFI: পার্থ নিজাম প্যালেসে ঢুকতেই মেদিনীপুরে টর্চ হাতে শিক্ষা প্রতিমন্ত্রীর খোঁজে এসএফআই! ইস্তফা দিলেন SSC চেয়ারম্যান

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: অবশেষে নিজাম প্যালেসে CBI আধিকারিকদের মুখোমুখি হতে বাধ্য হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতবারের মত এবারও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এড়াতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন CBI জেরা এড়াতে কিন্তু শিকে ছেঁড়েনি। ডিভিশন বেঞ্চ তাঁর দাবি প্রত্যাখ্যান করায় তড়িঘড়ি ছুটতে হয়েছে CBI কলকাতার সদর দফতর নিজাম প্যালেসে। কারন আদালতের রায় ছিল সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরা না দিলে কেন্দ্রীয় গোয়েন্দারা গ্রেফতার করতে পারে। তাই ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে ঢুকে পড়েন তিনি। আর তারপরই মেদিনীপুরের রাস্তায় টর্চ হাতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর খোঁজে রাস্তায় নেমে পড়েন ছাত্রসংগঠন SFI সদস্য সদস্যারা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কিন্তু কেন এই অভিনব প্রতিবাদ? মেদিনীপুরের SFI নেতা প্রসেনজিৎ মুদি জানিয়েছেন, ‘ গতকাল এই একই আদালতের নির্দেশ ছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে CBI আধিকারিকদের কাছে হাজিরা দিতে হবে। কিন্তু শুনেছিলাম উনি উত্তরবঙ্গে ছিলেন বলে আসতে পারেননি। আজ শুনলাম উনি কলকাতায় আসার জন্য ট্রেনে উঠেছিলেন তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছেনা। একজন মন্ত্রী নিখোঁজ হয়ে গেছেন এটা খুবই উদ্বেগের কথা তাই ওনার খোঁজ করছি আমরা।’ শুধু তাই নয় SFI মিছিল থেকে আওয়াজ ওঠে, “রাস্তা ঘাটে শোরগোল, শিক্ষা মন্ত্রী চাকরি চোর।” দাবি ওঠে, গা ঢাকা দেওয়া শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে রাজ্য মন্ত্রীসভা কে বরখাস্ত এবং গ্রেপ্তার করতে হবে। SSC দুর্নীতি কান্ডে জড়িত মন্ত্রী ও আমলাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ইত্যাদি, ইত্যাদি। অবশ্য শুধু মেদিনীপুর নয়, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন SFI কর্মীদের দেখা গেছে পরেশ অধিকারীর উদ্দেশ্যে ‘সন্ধান চাই’ পোস্টার নিয়ে মিছিল করতে।

এদিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিবিআই অফিস থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই গোয়েন্দারা তাঁর জন্য একগুচ্ছ প্রশ্নমালা সাজিয়ে রেখেছিলেন। তবে সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছে, সেই বিষয়ে সিবিআই অফিস থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ৩ ঘণ্টা ৫০ মিনিট পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে হাসিমুখেই দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। স্মিত হাসি নিয়েই গাড়িতে উঠে কনভয় নিয়ে বেরিয়ে যান তিনি। এদিন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার পরপরই SSC চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমান শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬টা থেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তা নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই সিদ্ধার্থের পদত্যাগের খবর। এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন শুভ্র চক্রবর্তী। আইএএস পদাধিকারী শুভ্র সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তা। উল্লেখ্য চলতি বছরের গত ১৩ জানুয়ারি এসএসসি-র চেয়ারম্যান পদে বসেছিলেন সিদ্ধার্থ। তার চার মাসের ইস্তফা দিলেন তিনি। সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের বেআইনি নিয়োগ বিষয়ে জানতে পেরেছিল কলকাতা হাই কোর্ট। তার ভিত্তিতে পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। কিন্তু রাজ্যের মন্ত্রী শেষমেশ নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাননি। এ নিয়ে শোরগোল শুরু হতেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ। সব মিলিয়ে SSC দুর্নীতিকে ঘিরে এখন জমজমাট রাজ্য রাজনীতি।

- Advertisement -
Latest news
Related news