Saturday, July 27, 2024

School Dress: একদিনেই ছিঁড়ল স্কুলে দেওয়া নতুন ইউনিফর্ম ! তৃণমূলের শিক্ষক সংগঠনের জালিয়াতির অভিযোগের মধ্যেই চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ ২৩ আর ২৪ শে আগস্ট স্কুলের ছেলে মেয়েদের নতুন ইউনিফর্ম বিলি করা হয়ে ছিল। এক বছরের জন্য দেওয়া সেই ইউনিফর্ম ফেঁসে গেল এক দিনেই। পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্কুলে পোশাক বিলিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। অভিযোগ জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের বিরদ্ধে। একটি স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে জামা কাপড় কেনার নাম করে লক্ষ লক্ষ টাকা হাপিস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অভিযোগ উঠল নিম্ন মানের পোশাক দেওয়ার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

দাসপুর ১ নম্বর ব্লকের সুরানারায়ন পুর প্রাথমিক বিদ্যালয়ের। অভিভাবক থেকে শুরু করে স্কুল ছাত্র-ছাত্রীদের দাবি স্কুল থেকে কয়েকদিন আগে দেওয়া হয়েছে স্কুলের পোশাক, আর সেই পোশাক প রে স্কুলে গিয়েছিল তারা। সেই প্যান্ট ও জামা ইতিমধ্যে একাধিক ছাত্র-ছাত্রী ছিঁড়ে গিয়েছে। ওই পোশাক আর ব্যবহার করা যাবে না বলে দাবি করছেন শিক্ষক, অভিভাবকরা। সুরানারায়নপুর স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ খামরুই জানান, “বেশ কয়েকজন ছাত্রের প্যান্ট ও জামা ছিঁড়ে গিয়েছে সেলাই ও কাপড় একেবারে নিম্নমানের। এই পোশাক এক বছরের জন্য দেওয়া হয়েছিল। একদিন পরার পর কয়েকজন পরের দিন অন্য পোশাক পরে এলে তাদের জিজ্ঞাসা করা হয় কেন তারা স্কুল ইউনিফর্ম পরে আসেনি। উত্তরে তারা জানায় ইউনিফর্ম ছিঁড়ে গিয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি বিষযটি সত্য। ওই পোশাক দ্বিতীয়বার পরার মত অবস্থায় নেই।”

এদিকে ব্লক প্রশাসনের মাধ্যমে যে স্বনির্ভর গোষ্ঠীকে এই স্কুল ইউনিফর্ম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পোশাক তৈরির সমস্ত সরঞ্জাম সরকারের তরফে সরবরাহ করা হয় তাই দিয়েই তাঁরা শুধু পোশাকটি বানিয়ে দিয়েছেন। জিনিসপত্র নিম্নমানের হওয়াতেই এটা হয়ে থাকতে পারে। তাদের তরফে পোশাক নির্মাণে কোনও গাফিলতি ছিলনা। দাসপুর এক নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্করের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্কুল ড্রেস যারা তৈরি করেছিল তাদের সাথে কথা বলা হচ্ছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

- Advertisement -
Latest news
Related news