Saturday, July 27, 2024

Midnapore: মন দিয়ে পড়! মেদিনীপুর জুড়ে বই জোগাবে রাহুল ও তাঁর বন্ধুরা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বিনে পয়সার কাপড় দোকান খুলে চমকে দিয়েছিল রাহুল কোলে ও তাঁর বন্ধুরা। মেদিনীপুর সদরের গ্রামীন এলাকা ও মেদিনীপুর শহর ঘেঁষে সেই তিনটি বিনে পয়সার কাপড় দোকান চলছে রমরমিয়ে। তারই পাশাপাশি এবার রাহুল ও তাঁর বন্ধুদের উদ্যোগ বিনা পয়সায় পাঠ্য পুস্তক জোগান দেওয়া। শর্ত একটাই ভালো করে পড়াশুনা করতে হবে। বুধবার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী উপজাতি অধ্যুষিত গ্রাম নারায়ণচকে এমনই এক স্থায়ী লাইব্রেরির উদ্বোধন করে ফেলল বেঙ্গাই উদ্যোগী সংঘ এবং এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন। এই দুই সংস্থার উদ্যোগে গ্রামেরই বাহামালা ক্লাবে তৈরি করা হল একটি গ্রামীণ লাইব্রেরী। উদ্দেশ্যে দুঃস্থ মেধাবী পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

রাহুল জানিয়েছেন, “আতিমারী, লকডাউন আর দীর্ঘ বিদ্যালয়ে অনুপস্থিতি বদলে দিয়েছে পড়ুয়াদের বই পড়ার অভ্যাস। অনলাইন থেকে অফলাইন পঠনপাঠনে ফিরে আসতে পড়ুয়াদের কাছে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে পাঠ্য পুস্তক। স্কুল থেকে কিছু বই দেওয়া হলেও গত কয়েকবছর ধরে সহায়িকা নির্ভর হয়ে পড়েছে পঠনপাঠন যা কেনা দুস্থ পড়ুয়াদের কাছে দুঃসাধ্য কারন লকডাউনের দীর্ঘ কর্মহীনতা ওই পরিবারগুলির অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এখন ধিরে ধিরে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কিন্তু আগের ধাক্কা এখনও চোকাতে হচ্ছে মানুষকে। সেই সব চুকিয়ে পড়ুয়াদের পাঠ্য পুস্তক জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলি। কিন্তু পাঠ্যবর্ষ তো থেমে থাকবেনা। তাই ওই সব দুঃস্থ পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়ার জন্য একটি গ্রামীন লাইব্রেরী গড়ে তুলেছি আমরা।”

অবশ্য এটা রাহুলদের দ্বিতীয় লাইব্রেরী। কিছুদিন আগেই প্রথম লাইব্রেরী গড়ে উঠছে বেঙ্গাই গ্রামের উদ্যোগী সঙ্ঘ ক্লাবে। সেখানে ২৫জনের হাতে পাঠ্য পুস্তক তুলে দেওয়ার পর রাহুলরা বুধবার ১৩জনের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়েছেন। রাহুল এবং তাঁর বন্ধুরা ২মাস আগে এই ভাবনা শুরু করার পর বিষয়টি তাঁদের ফেসবুক পেজে জানিয়ে সাহায্যের আবেদন জানান। সাড়া মিলেছে ভালই। রাহুলদের বক্তব্য যদি এই সাড়া পেতে থাকেন তবে জেলার বিভিন্ন প্রান্তে চলবে এই লাইব্রেরী। শর্ত শুধু একটাই ভালো করে মন দিয়ে পড়তে হবে। রাহুল ছাড়াও এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন ও উদ্যোগী সংঘের সম্পাদক দেবাশীষ ভুঁইঞা, সদস্য বাপ্পা মান্না বাহামালা ক্লাবের সদস্য কচি হেমরম, কিরণ মুর্মু প্রমুখরা রয়েছেন এই মহতী উদ্যোগে।

- Advertisement -
Latest news
Related news