Saturday, July 27, 2024

Daspur Fire: ২ মাস বাদে পুজো! পশ্চিম মেদিনীপুরের ডেকোরেটারের কোটি টাকার সরঞ্জাম পুড়ে ছাই

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মাথার উপর পূজার মরসুম, গণেশ পূজা দিয়ে শুরু, শেষ কার্তিক পূজায়। মাঝে বিশ্বকর্মা, দুর্গা, লক্ষী ও কালীপূজার মত বড় বড় পূজা। তাই মজুত করা হচ্ছিল নতুন ত্রিপল, তারপোলিন, কাপড় চোপড়, কাঠের বাটাম, থার্মোকল, বৈদ্যুতিক দ্রব্য ইত্যাদি লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম কিন্তু সব শেষ করে দিল আগুন। নিমেষে ভস্মীভূত হয়ে গেল এক রাতের আগুনে। মর্মান্তিক ও ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট চাকিরহাট এলাকায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুড়ল দুটি চার চাকা গাড়ি, একাধিক জেনারেটরও। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছুঁয়ে যাবে বলে মনে করছেন ওই ডেকোরেটর মালিক।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

দমকল সূত্রে জানা গেছে শনিবার মধ্যরাত নাগাদ এই আগুন লেগেছিল ওই ডেকোরেটারের গুদামে যা দমকলের একটি ইঞ্জিন প্রায় পাঁচ ঘণ্টার প্ৰচেষ্টায় নিয়ন্ত্রণে আনে। রবিবার সকাল সাতটা অবধি ধিকিধিকি আগুন জ্বলতে দেখা গিয়েছে। ডেকোরেটর কাশীনাথ চাকি জানিয়েছেন, ” করোনাকাল কেটে যাওয়ায় এবছর পুজোর বায়নাও পাওয়া গেছে ভালোই। বায়না ছিল বিগ বাজেটেরও। তাই এবছর মালপত্রও ব্যাপকভাবেই কেনা শুরু হয়েছিল। প্রায় ৭০ শতাংশ প্যান্ডেলের জন্য দ্রব্যসামগ্রী কেনা হয়েছিল। শুরু হয়েছিল প্রাথমিক পর্যায়ের প্রস্তুতির কাজ। নিত্যদিনের মতো শনিবারও রাত দশ টা পর্যন্ত গোডাউনে কাজ করে শ্রমিকরা। সঙ্গে আমিও ছিলাম। বাড়ি ফেরার ঘন্টা তিনেক পরে আগুন লাগার খবর পাই।”

আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মানুষজনই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু কাপড়, কাঠ আর থার্মোকলের প্রভাবে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় ব্যর্থ হন তাঁরা। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছিল দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ভোর পাঁচটা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল ৭ টা পর্যন্ত আগুনের অস্তিত্ব লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গোডাউনে কীভাবে আগুন লাগলো তা নিয়ে বিস্ময় প্রকাশ পরিবার। তাঁদের আশঙ্কা প্রতিহিংসা থেকে কেউ বা কারা এই আগুন লাগিয়েও দিতে পারে। পুজোর ঠিক আগে এই ভয়াবহ ক্ষতিতে দিশাহারা কাশিনাথ চাকি ও তাঁর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ।

- Advertisement -
Latest news
Related news