Saturday, July 27, 2024

Midnapore Arrested: মাওবাদীদের নামে পোষ্টার! গড়বেতা ও ঝাড়গ্রাম থেকে ৭, বেআইনি বালি চক্রের যোগ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকমাস যাবৎ মাওবাদী নামাঙ্কিত পোস্টারের যেন হিড়িক পড়ে গিয়েছিল। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অংশে মাওবাদীদের নামাঙ্কিত সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারে কখনও স্থানীয় তৃনমূল নেতাদের হুমকি, কখনও খোদ মন্ত্রীকে হুমকি তো কখনও সরাসরি প্রশাসনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ নাজেহাল হয়েছে সেই কল্পিত মাওবাদীদের খোঁজ করতে গিয়ে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি গড়বেতা ও গনগনি এলাকার এরকমই কিছু পোস্টারের তদন্ত করতে গিয়ে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের ৫জন গড়বেতা ও ২জন ঝাড়গ্রাম জেলার বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শুক্রবার নিজের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে ওই ৭জনকে হাজির করে পুলিশ সুপার জানিয়েছেন, “পুরোপুরি ব্যক্তিগত স্বার্থ থেকে এলাকায় আতঙ্ক তৈরির উদ্দেশ্যে নিয়েই এই পোস্টার দিয়েছিল এই ব্যক্তিরা। ঠিক কী কী স্বার্থ রক্ষায় এই পোস্টার দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ৭জনকে গ্রেফতার করেছি ঠিকই কিন্তু এর পেছনে আরও ১জন রয়েছে। তারও খোঁজে তল্লাশি চালাচ্ছি আমরা। আশা করছি শীঘ্রই তাকে ধরতে পারব।” ধৃতদের মধ্যে ২জনের নাম জয়ন্ত সামন্ত ও সুশান্ত ঘোষ। সম্ভবতঃ এরাই মুলচক্রী। পুলিশ সুপার আরও জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি যেহেতু ঝাড়গ্রাম জেলাতেও পোস্টার পড়ার ঘটনা ঘটেছে তাই প্রয়োজনে ধৃত ২ ঝাড়গ্রামের বাসিন্দাকে ঝাড়গ্রাম পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইলে আমরা তাঁদের সহযোগিতা করব।

পুলিশ সুপার আরও জানান, শেষতম পোস্টার ফেলার দিন যেদিন কিনা পর্যটন স্থল গনগনিতে কিছু পোস্টার পাওয়া যায় সেদিন ধৃতরা একটি পিকনিক আয়োজন করে এবং খাওয়া দাওয়ার পর একটি মোটরবাইকে করে বেশ কয়েকটি জায়গায় পোস্টার লাগিয়ে আসে। ধৃতদের মধ্যে ২জন বালির কারবারের সঙ্গে যুক্ত। সম্প্রতি পুলিশ বালির বেআইনি খাদান বন্ধ, ওভারলোড বালি বহন বন্ধ করা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেই স্বার্থ বিঘ্নিত হওয়ার জন্যই কী পুলিশ ও প্রশাসনের ওপর রাগ মেটাতে এই ধরনের কাজ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের সাথে কোনও মাওবাদী যোগসূত্র পাওয়া যায়নি। অত্যন্ত তৎপরতার সঙ্গে এই পোস্টার রহস্যের উন্মোচন করার জন্য তদন্তকারী আধিকারিকদের প্রশংসা করতে গিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ডেপুটি পুলিশ সুপার (অপারেশন), ওসি গড়বেতা ও গড়বেতার তদন্তকারী আধিকারিক বা আই.ও, প্রত্যেককেই ১০হাজার টাকা করে পুরস্কৃত করবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উল্লেখ্য কয়েকদিন আগেই মাওবাদীদের নামে পোস্টার দিয়ে ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে এক মহিলা ও তাঁর সঙ্গী পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -
Latest news
Related news