Saturday, April 20, 2024

Tragic death of Kid: মুহুর্তের অসাবধানতার মাশুল দিল পিংলার পরিবার! হাঁটি হাঁটি পা পা করে খোকা পুকুরে নেমে গেল

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান : একেকটা ভুল, একেকটা অসাবধানতা মানুষকে বয়ে বেড়াতে হয় জীবনভর। মাথা খুঁড়লেও তার আর ক্ষমা হয়না। ঠিক তেমনই মর্মান্তিক ঘটনার স্বাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত পদিমা গ্রামের মন্ডল পরিবার। পরিবারের ছোট শিশুটি মাত্র কয়েকদিন আগেই টকর টকর করে হাঁটতে শিখেছিল। হাঁটাই যে মুক্তির আনন্দ! পরিবারের সবার অলক্ষ্যে সেই দেড় বছরের শিশু কখন যে হেঁটে হেঁটে পুকুরে নেমে গেছিল কেউ জানতে পারেনি। যখন জানা গেল তখন ভেসে উঠেছে ফুটফুটে শিশুটির লাশ!

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৭ নং গোবর্ধনপুর অঞ্চলের পদিমা গ্রামের মন্ডল পরিবারে। জানা গেছে ঘটনার সময় প্রায় বেলা ২টা নাগাদ। কার্তিক মন্ডলের পরিবারের সদস্যরা দুপুরের খাবার খাওয়ার পর কার্তিক বাবুর স্ত্রী খেতে বসেছিলেন। খাওয়া শেষ করে তিনি খেয়াল করেন তাঁদের একমাত্র সন্তান সৌরভ নেই। সাথে সাথে খোঁজ শুরু হয়। পরিবারের সবাই মিলে খোঁজ শুরু করেন কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। কিন্তু কেউ ভাবতেই পারেননি যে শিশুটি বাড়ির লাগোয়া পুকুরে নেমে যেতে পারে। কিন্তু ঘটেছিল সেটাই। কিছুক্ষণ পরেই দেখা যায় পুকুরে ভেসে উঠেছে।

ঘটনা দেখার সাথে সাথেই শিশুটিকে জল থেকে তুলে নিয়ে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় পিংলার পদিমা গ্রামে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা ,শোকে বাকরুদ্ধ গোটা পরিবার! শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পদিমা গ্রামেও।

- Advertisement -
Latest news
Related news