Saturday, July 27, 2024

Digha Accident: দিঘা যাওয়ার পথে দুর্ঘটনায় বাস, মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আবারও দুর্ঘটনা সেই দিঘার পথেই। আর এবার সেই দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩ জনে দাঁড়ালো। ১২ই নভেম্বর এই একই সড়কে পথ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৩জন। সেবার সবজি বোঝাই ভ্যানে ধাক্কা মেরে নিহত হয়েছিলেন খেজুরিগামী বাসের চালক সহ ৩ আরোহী। তার প্রায় ১মাসের মাথাতেই আবারও সেই দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। কিন্তু এটাই শেষ নয় এই এক মাসের মধ্যেই এই পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩জন। গত ২১ শে নভেম্বর মহিষাগোট এলাকায় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল ১জনের। এরকমই আরও বিচ্ছিন্ন ঘটনায় মৃত্যু হয় আরও ২জনের। সোমবার সন্ধ্যার দুর্ঘটনায় শেষ অবধি মৃত্যুর সংখ্যা ৩ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যাবেলায়
কুকড়াহাটি থেকে একটি যাত্রীবাহী বাস দিঘার উদ্দেশে রওনা দিয়েছিল। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পিছাবনী বাসস্ট্যান্ডের কাছে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। পরিস্থিতি সামলাতে না পেরে নয়ানজুলিতে নেমে যায় বাসটি। এই ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী গুরুতর জখম হন। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখমদের কাঁথি হাসপাতালে একের পর এক ৩ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতরা হলেন বাসের দুই যাত্রী মন্দারমণি কোস্টাল থানার সুরবেড়িয়ার তপন কর, রামনগর থানার বালিসাইয়ের ইন্দ্রজিৎ পট্টনায়ক ও বাসকর্মী দীপঙ্কর মান্না। বাসের স্টিয়ারিং লক হয়ে যাওয়াতেই এমন দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এদিকে এই জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনায় রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশের কপালে। বিভিন্ন ব্যবস্থা নেওয়া স্বত্ত্বেও রোধ করা যাচ্ছেনা দুর্ঘটনা। রাস্তা জুড়ে গাড়ির গতির ওপর নজরদারি, বিশেষ পুলিশ পোষ্ট, পথ নিরাপত্তা সপ্তাহ পালন, জাতীয় সড়কের ওপর টোটো ইত্যাদি যান নিষিদ্ধ ইত্যাদি নানা ব্যবস্থা নেওয়ার পরেও এই জাতীয়সড়কে দুর্ঘটনার সংখ্যার খুব বেশি হেরফের হয়নি। মৃত্যু বেড়েই চলেছে। কিছুদিন আগেই এই সড়ক সংলগ্ন ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বিজেপির কলকাতা নেত্রী তিস্তা বিশ্বাস। যা নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্ট তোলপাড় হয়েছিল।

- Advertisement -
Latest news
Related news