Saturday, July 27, 2024

Daspur house collaps: নেই ভূমিকম্প, নেই দুর্যোগ! দাসপুরে হুড়মুড় করে খালের মধ্যে ধসে পড়ল বাড়ি

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: লোকে বলে নদীর পাড়ে বাস, চিন্তা বারোমাস! কিন্তু খাল পাড়ে বাস করেও যে এমন সর্বনাশ হবে ভাবতে পারেননি দীপক মন্ডল। সামান্য এক ক্ষেত মজুর মানুষ, এ বছর আর বর্ষায় মাথার ওপর জল পড়বেনা আশা করেই সর্বস্ব দিয়ে বানিয়ে ছিলেন একটি পাকা বাড়ি। এক কামরা কিন্তু সিঁড়ি রাখা একটি বাড়ি। ভবিষ্যতে দোতলা কোঠা করা যাবে এই ভেবে। বাড়িটির কাজও প্রায় শেষ। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতই সোমবার সাত সকালে খালের মধ্যেই তলিয়ে গেল সেই বাড়ি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাণীচক এলাকায় হুড়মুড়িয়ে খালের জলে ভেঙে পড়া সেই নির্মীয়মান পাকা বাড়ির পাশে হাউমাউ করে কেঁদে উঠল গোটা পরিবারই । ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাণীচক এলাকার একটি খাল সংস্কারের কাজ চলছিলো। রাণীচক এলাকার বাসিন্দা দীপক মন্ডল সেই খালের ধারেই একটি পাকা বাড়ি নির্মাণ করেছিলেন গত কয়েকদিন আগে। বাড়ি নির্মাণ একেবারেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু খাল সংস্কার হওয়ার পরেই সোমবার সাত সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের ধারে থাকা পাকা বাড়িটি।

জানা গেছে খালের জল কমে যেতেই, তার ধারে তৈরি হওয়া ওই নির্মীয়মান পাকা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, খালের জল তুলে নিতেই মাটিতে ধস নামে। যে কারণে এই ঘটনা। তবে বাড়িটি নতুন তৈরি হচ্ছিল, তাই ওই বাড়িতে কেউ ছিল না। ফলে হতাহতের কোনও খবর নেই। দীপক বাবু জানিয়েছেন, আমার আর কিছুই সম্বল নেই। শেষবেলায় বাড়ির ছাদ নির্মাণ করতে গিয়ে শেষ সম্বল স্ত্রীর গহনা বিক্রি করে দিয়েছি। বাজারে ধারও হয়েছে অনেক। আমি জানিনা স্ত্রী পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো?

- Advertisement -
Latest news
Related news