Saturday, July 27, 2024

Midnapore CPI: মেদিনীপুরে সিপিআই-এর রাজ্য সম্মেলন! লালঝান্ডায় ভাসল বিদ্রোহের শহর

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বিদ্রোহের শহরে ফের লাল ঝান্ডায় ভাসল। ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইয়ের ২৭তম রাজ্য পরিষদের সম্মেলনের সূচনা পর্বে বৃহস্পতিবার সেই বিশাল মিছিল দেখল মেদিনীপুর শহর। আগামী ৩ সেপ্টেম্বর অবধি নির্ধারিত ৩ দিনের এই সম্মেলন উপলক্ষ্যে একটি বর্নাঢ্য শোভাযাত্রা এদিন শহর পরিক্রমা করে।
আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবস এর শ্লোগান সহ আগামী দিনে জাতপাতের ও ধর্মীয় উন্মাদনায় দেশের জনসাধারণের মৌলিক সমস্যা ও সলকোট আড়াল করার চক্রান্ত সহ বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যৌথ ভাবে গণআন্দোলন গড়ে তোলা সহ তাকে শক্তিশালী ও প্রসারিত করার আহ্বান জানিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন সিপিআইএর জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক ডি রাজা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

২৭তম রাজ্য সম্মেলন উপলক্ষে মেদিনীপুর শহরের জর্জকোট ময়দানের টিভি টাওয়ার মাঠ থেকে এক সুসজ্জিত বর্ণময় মহামিছিল বের হয়। মেদিনীপুর শহরের আট কিমি পথে সেই মিছিল পরিক্রমা করে। সামনের সারিতে ছিলেন সিপিআই পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা, পার্টির জাতীয় সম্পাদক মন্ডলী সদস্য অতুল আনজান, পল্লব সেনগুপ্ত, এবং রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। লাল ঝান্ডার স্রোত প্রায় হাড়াই কিমি দীর্ঘ পথ জুড়ে মানুষের ঢল। অবিভক্ত মেদিনীপুর জেলা সহ রাজ্যের অন্যান্য জেলা থেকেও শ্রমজীবী মানুষ, কৃষক ক্ষেতমজুর মানুষ সহ সমাজের নানা ক্ষেত্রের মানুষ ভারতের কমিউনিস্ট পার্টির ২৭তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের উদ্বোধনী মিছিলটিতে সামিল হোন।

বেলা একটা থেকে মানুষের ভীড় জমে মিছিলের সূচনা স্থল থেকে। বেলা তিনটায় মিছিল শুরু হয়ে কেরানীটোলা, কালেক্টরেট, ক্ষুদিরাম মূর্তি, বিদ্যাসাগর মূর্তি, এলআইসি মোড় হয়ে গান্ধী মূর্তি হয়ে বিদ্যাসাগর হল ময়দানে পৌঁছায়। ধামসা মাদল রণপা সহ আদিবাসী রমনীদের ঘটি মাথায় নৃত্য সহকারে এক উন্মাদনা মুখর শ্লোগানে মুখরিত হয় মেদিনীপুর শহর। অভ্যর্থনা কমিটির পক্ষে সিপিআই নেতা বিপ্লব ভট্ট বলেন গত ২৬আগষ্ট থেকে জেলা জুড়ে তাদের এই মহা সম্মেলনের ট্যাবলো প্রচার সহ পথসভা হয়েছে। বিদ্যাসার হলে এই সম্মেলন চলবে বলে জানানো হয়েছে।

- Advertisement -
Latest news
Related news