Saturday, July 27, 2024

Kharagpur Train: খড়গপুর থেকে আজ চালু বাড়তি দুটি ট্রেন! ট্রেন মিলবে নারায়নগড়, বেলদা, দাঁতন থেকেও, এক্সপ্রেস হয়ে চালু শিরোমনি, ক্ষোভ যাত্রীদের

18003/18004 Howrah Adra Howrah Express will be launched from today and tomorrow. The Adragami Express is leaving Howrah this afternoon. It will leave Adra again tomorrow morning. In fact, the Rani Shiromani passenger is becoming an express. As a result, passengers will have to pay extra fare despite the same benefits. On the other hand 18021/18022 Kharagpur Khurda Road Kharagpur Express is also being launched today. As a result, Kharagpur got two extra trains going south and north. The two trains were closed due to corona. Although many other trains were started, the passengers of those areas including Shalbani, Garbeta or Bishnupur, Bankura were in trouble as these two trains were not started. Passengers of Narayangarh, Belda and Dantan were in such difficulty.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আজ এবং আগামীকাল থেকে চালু হচ্ছে 18003/18004 হাওড়া আদ্রা হাওড়া এক্সপ্রেস। আজ বিকালে হাওড়া থেকে ছেড়ে আসছে আদ্রাগামী এক্সপ্রেস। আগামীকাল সকালে এটি ফের ছাড়বে আদ্রা থেকে। আদতে রানী শিরোমনি প্যাসেঞ্জারটি হয়ে যাচ্ছে এক্সপ্রেস। ফলে একই সুবিধা স্বত্ত্বেও বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। অন্যদিকে 18021/18022 খড়গপুর খুড়দা রোড খড়গপুর এক্সপ্রেসও আজ চালু হচ্ছে। এরফলে খড়গপুর দক্ষিণে এবং উত্তরে যাওয়ার দুটি বাড়তি ট্রেন পেয়ে গেল। করোনা জনিত কারণে ট্রেন দুটি বন্ধ ছিল। অন্য অনেক ট্রেন চালু হলেও এই দুটি ট্রেন চালু না হওয়ায় অসুবিধায় পড়েছিলেন শালবনী, গড়বেতা কিংবা বিষ্ণুপুর, বাঁকুড়া সহ ওই সব এলাকার যাত্রীরা। যেমনটা অসুবিধায় ছিলেন নারায়নগড়, বেলদা, দাঁতনের যাত্রীরা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

যদিও রানী শিরোমনি ট্রেনটিকে প্যাসেঞ্জারের বদলে এক্সপ্রেসে উন্নিত করায় ক্ষুব্ধ যাত্রীরা। যেখানে সমস্ত সুযোগ সুবিধাই একই সেখানে শুধু নাম বদলে দ্বিগুনের কাছাকাছি ভাড়া বাড়ানোর তীব্র প্রতিবাদ করেছেন যাত্রীরা।

যেমন বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া বলেছেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর রানী শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে চালু করা হলো। অথচ সমস্ত কিছুই আগের মতো। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের দাবি, অবিলম্বে রানী শিরোমনি, বাঘাযতীনসহ প্যাসেঞ্জার ট্রেন গুলিকে কোনোভাবেই এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে যাত্রী ভাড়া বাড়ানো চলবে না। কোভিভ পরিস্থিতিতে বন্ধ থাকার পর এগুলিকে এক্সপ্রেস ট্রেনের রূপান্তরিত করার হল কোন যুক্তিতে? এর ফলে অযৌক্তিকভাবে যাত্রী সাধারণের উপর আর্থিক বোঝা চাপানো এবং ওই সময় গুলিতে লোকাল ট্রেন না থাকার কারণে দীর্ঘ সময় সাধারণ যাত্রীগণ কোন ট্রেন পাবেন না। রেল কর্তৃপক্ষের এই খামখেয়ালীপনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে রেল দপ্তরে প্রতিবাদ জানিয়ে চিঠি লিখছি।”

এখন দেখে নেওয়া যাক এই দুটি ট্রেনে যাত্রাপথের সময়সূচি। এখানে বলে রাখা দরকার খুড়দা থেকে খড়গপুর আসার সম্পূর্ণ টাইমটেবিল আমাদের হাতে না আসায় ওই ট্রেনটির শুধু খুড়দা থেকে ছাড়ার এবং খড়গপুরে পৌঁছানোর সময় উল্লেখ করা সম্ভব হয়েছে। আপনাদের রেলের নিজস্ব সময়সূচির সঙ্গে সমস্ত টাইম টেবিল মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

18003 Howrah-Adra Express
হাওড়া 17.50 সাঁতরাগাছি 18.08 বাগনান 18.40 মেছেদা 18.54 পাঁশকুড়া 19.08 হাউর 19.19 রাধামোহনপুর 19.26 বালিচক 19.34 খড়গপুর 20.05 গিরি ময়দান 20.19 গোকুলপুর 20.27 মেদিনীপুর 20.40 গোদাপিয়াশাল 20.51 শালবনী 21.03 চন্দ্রকোনা রোড 21.13 গড়বেতা 21.23 বগড়ি রোড 21.29 পিয়ারডোবা 21.36 বিষ্ণুপুর 21.50 রামসাগর 21.57 ওন্দাগ্রাম 22.06 ভেদুশোল 22.14 বাঁকুড়া 22.30 ছাতনা 22.40 ঝাঁটিপাহাড়ি 22.49 সিরজাম 22.57 ইন্দ্রবিল 23.05 আদ্রা 23.30

18804 Adra Howrah Express
আদ্রা 4.35 ইন্দ্রবিল 4.48 সিরজাম 4.55 ঝাঁটিপাহাড়ি 5.04 ছাতনা 5.13 বাঁকুড়া 5.30 ভেদুশোল 5.37 ওন্দাগ্রাম 5.45 রামসাগর 5.54 বিষ্ণুপুর 6.00 পিয়ারডোবা 6.12
বগড়ি রোড 6.20 গড়বেতা 6.26 চন্দ্রকোনা রোড 6.37 শালবনী 6.46 গোদাপিয়াশাল 7.00 মেদিনীপুর 7.20 গোকুলপুর 7.31 গিরি ময়দান 7.38
খড়গপুর 7.57 বালিচক 8.18 রাধামোহনপুর 8.25 হাউর 8.30 পাঁশকুড়া 8.39 মেছেদা 8.52 বাগনান 9.05 সাঁতরাগাছি 9.36 হাওড়া 10.10

18021 Kharagpur Khurda Express
খড়গপুর 4.40 নারায়নগড় 5.01 বাখরাবাদ 5.08 বেলদা 5. 15 নেকুড়শেনি 5.25 দাঁতন 5.33 লক্ষননাথ 5.43 জলেশ্বর 5.53 রাজঘাট 6.02 অমরদারোড 6.10 বস্তা 6.18 নুয়াগাঁ ময়ূরভঞ্জ 6.24 রূপসা 6.30 হলদিপাতা 6.39 বালাশোর 6.55 নীলগিরি 7.09 খনতাপাড়া 7.16 বহনগর 7.26 সোরো 7.36 মারকোনা 7.50 রানিতাল 8.05 ভদ্রক 8.25 হয়ে 11.40 নাগাদ খুড়দা রোড পৌঁছাবে।

অন্যদিকে ফেরার পথে 18022 খুড়দা রোড থেকে 16.45 য়ে ট্রেনটি ছেড়ে রানিতাল মারকোনা সোরো বহনগর খনতাপাড়া নীলগিরি বালাশোর হলদিপাতা রূপসা নুয়াগাঁ ময়ূরভঞ্জ বস্তা অমরদারোড রাজঘাট জলেশ্বর লক্ষননাথ দাঁতন নেকুড়শেনি বেলদা বাখরাবাদ নারায়নগড় খড়গপুর পৌঁছাবে 23.40 নাগাদ।

- Advertisement -
Latest news
Related news