Saturday, July 27, 2024

Midnapore TMC: সবং, ডেবরা, দাঁতন, নারায়ণগড়, কেশিয়াড়ী সহ তৃণমূলের একাধিক সভাপতি বদল! কোন্দল সামাল দিতে কেশপুরে ৩ সহ সভাপতি

- Advertisement -spot_imgspot_img
কেশপুর

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুরে একাধিক ব্লকের সভাপতি পরিবর্তন করল কালীঘাট। বিভিন্ন কারনে দলকে বিব্রত করেছে এমন সভাপতিদেরই মূলতঃ সরিয়ে দেওয়ার পাশাপাশি কোথাও তরুণ সংখ্যালঘু বা উপজাতি, ভিন্নভাষীদের মুখ আনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আনা হয়েছে কেশপুর, নারায়নগড়, দাঁতন-২, গড়বেতা-৩ ইত্যাদি ব্লক এলাকায়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
গড়বেতা-৩

যেমন গাছ চুরিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ায় গড়বেতা-৩ ব্লকের সভাপতি রাজীব ঘোষকে সরিয়ে চিন্ময় সাহাকে আনা হয়েছে। দাঁতন-২ প্রাক্তন সভাপতি শৈবাল গিরি কয়েকদিন আগেই দলের নেতাদের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগ করেছিলেন। তাঁকে সরিয়ে আনা হয়েছে কি ইফতিকার আলীকে। নারায়নগড়ে বিধায়ক সূর্য অট্ট বিরোধী বলে পরিচিত বহুদিনের সভাপতি মিহির চন্দকে সরিয়ে আনা হয়েছে সুকুমার জানা কে। কেশিয়াড়ীতেও সভাপতি পরিবর্তন করে পবিত্র শীটের বদলে শ্রীনাথ হেমব্রমকে আনা হয়েছে।

ওদিকে সবং ব্লকে অমল পন্ডা ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান হবার পর তাঁর পদে মানস ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুগামী যুব নেতা আবু কালাম বক্সকে ব্লকের সভাপতি পদে আনা হয়েছে। ডেবরায় সরিয়ে দেওয়া হয়েছে প্রবীণ নেতা রাধাকান্ত মাইতিকে পরিবর্তে আনা হয়েছে তরুণ নেতা বিবেকানন্দ মুখার্জীকে। মুখার্জী বর্তমানে ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বদল আনা হয়েছে গড়বেতা ২ ব্লকে। নতুন সভাপতি হয়েছেন বরেন মন্ডল। খড়গপুর শহরে তেলেগুভাষী মাস্টারজী সূর্য প্রকাশ রাও কে নতুন সভাপতি করা হয়েছে। চন্দ্রকোনা ২ ব্লকের সভাপতি জগজিৎ সরকারের পরিবর্তে প্রসূন ঘোষকে আনা হয়েছে। চন্দ্রকোনা ১ ব্লকে অসুস্থ সভাপতি সুজয় পাত্রের পরিবর্তে আনা হল মহাদেব মল্লিককে।

তবে উল্লেখ যোগ্য পরিবর্তন কেশ পুর ব্লকে হয়েছে। সঞ্জয় পানের বদলে সভাপতি পদে আনা ফের বদল করে আনা হয়েছে প্রদ‍্যোৎ পাঁজাকে কিন্তু তাতেও গোষ্ঠী কোন্দলের সম্ভাবনা থেকে যাওয়ায় তিন তিনজনকে সহ সভাপতি পদে আনা হয়েছে যা নজিরবিহীন। এই তিনজন হলেন শ্যামল আচার্য্য, জাহাঙ্গীর খান ও বিশ্বজিৎ বর দোলাই।

- Advertisement -
Latest news
Related news