Saturday, July 27, 2024

Kharagpur Crime: খড়গপুরে ভুয়ো চাকরির লেনদেন করতে এসে গ্রেফতার বাগনানের যুবক! উদ্ধার ২ লক্ষ টাকা ও জাল ভোট

A circle of duping unemployed youths in the name of providing jobs has become active in nearby areas including Kharagpur. A few months ago, 6 people including four fraudsters from Kharagpur city were arrested for giving fake jobs in medical college under IIT Kharagpur. This time another fraud has been arrested in the name of giving jobs in various departments of railway, army and state government. However, this fraud was arrested by the Kharagpur Railway Police. According to Railway Police sources, the name of the accused is Shahid Mallik (23). His house is in Kalyanpur area of ​​Bagnan police station of Howrah district. Police recovered two mobile phones and three check books along with two lakh cash from Shahid. Police said 380 cash notes of 500 rupees and 100 notes of 100 rupees were recovered. During the interrogation of RPF, the youth said that the two lakh rupees had come to reach someone in Kharagpur. The youth also said that this money was taken from some people in the name of getting jobs in various departments of the state government including railways and in the army, which he came to give to the party boss in Kharagpur. After that, the youth was handed over to the railway police. Kharagpur Railway Police produced the accused in Kharagpur ACJM court on Friday. Subject to the permission of the judge, the railway police has taken the prisoner into their own custody for three days. filed a suo motu case under section 420 on multiple charges including cheating. To whom the young man came to deliver the money, the police are looking for who else is in the group.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুর সহ আশেপাশের এলাকায় ফের সক্রিয় হয়েছে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের প্রতারিত করার একটি চক্র। মাস কয়েক আগেই আইআইটি খড়গপুরের অধীন মেডিক্যাল কলেজে ভুয়ো চাকরি বিলিয়ে গ্রেফতার হয়েছিল খড়গপু্র শহরের চার প্রতারক সহ ৬ জন। এবার রেল, সেনাবাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে গ্রেফতার আরও এক জালিয়াত। এই জালিয়াত অবশ্য গ্রেফতার হয়েছে খড়গপু্র রেল পুলিশের হাতে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

রেল পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শাহিদ মল্লিক (২৩)। তার বাড়ি হাওড়া জেলার বাগনান থানার কল্যাণপুর এলাকায়। শাহিদের কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা সহ দুটি মোবাইল ফোন ও তিনটি চেক বই উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নগদ ৩৮০টি ৫০০টাকার নোট ও ১০০ টাকার ১০০টি নোট রয়েছে। এছাড়া তিনটি চেক বইয়ের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বসিরহাট শাখা ও দুটি চেক বই একটি বেসরকারি ব্যাংকের বাগনান শাখার রয়েছে। এছাড়া রেলের ভুয়ো পরিচিত পত্র আটক করা হয়েছে।

খড়গপু্র রেল পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে খড়গপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথমে আটক করা হয় রেলের ভুয়ো টিকিটধারি ওই যুবককে। ঘাটশিলাগামী মেমু প্যাসেঞ্জার ট্রেনে চেপে এই যুবক খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে নামে। টিকিট পরীক্ষকের একটি দল যুবকের কাছ থেকে টিকিট দেখতে চাইলে যুবক টিকিট দেখালে দেখা যায় টিকিটটি ভুয়ো। এরপরই যুবক নিজেকে রেলকর্মী হিসাবে পরিচয় দিয়ে বলেন তিনি খড়গপুর স্টেশনেই কর্মরত। টিকিট পরীক্ষকরা সেই পরিচিতি পত্র দেখতে চাইলে যুবক যে পরিচিতি পত্র দেখায়। এবার টিকিট পরীক্ষকদের মাথা আরও খারাপ হয় যখন দেখা যায় সেই পরিচিতি পত্রটিও ভুয়ো। এরপরই তাকে রেল সুরক্ষাবাহিনী বা আরপিএফের হাতে তুলে দেওয়া হয়।

আরপিএফ ওই যুবকের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো টাকা। আরপিএফের জেরায় যুবক জানায় ওই দুই লক্ষ টাকা খড়গপুরে একজনকে পৌঁছাতে এসেছেন। যুবক আরও জানায় এই টাকাটি রেল সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ও সেনাবাহিনীতে চাকরি করে দেওয়ার নামে কয়েকজনের কাছ থেকে নেওয়া যা তিনি খড়গপুরে দলের বসকে দিতে এসেছেন। এরপরই যুবককে রেল পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার খড়গপুর রেল পুলিশ ধৃতকে খড়গপুর এসিজেএম আদালতে হাজির করে। বিচারকের অনুমতি সাপেক্ষে ধৃতকে তিনদিনের জন্য নিজস্ব হেফাজত নিয়েছে রেল পুলিশ । ৪২০ ধারায় প্রতারণা সহ একাধিক অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। কার কাছে ওই যুবক টাকা পৌঁছে দিতে এসেছিল, দলে আরও কারা আছে তার খোঁজ করছে পুলিশ।

- Advertisement -
Latest news
Related news