Saturday, July 27, 2024

IIT Kharagpur: আইআইটি খড়গপু্র ক্যাম্পাস খুলছে বিদেশেও! মালয়সিয়াতে ‘ব্যান্ড আইআইটি’

IIT Kharagpur is going to open its own campus in Malaysia next year. This was announced by the director of the institution Professor Virendra Kumar Tewari at the 68th Convocation of IIT Kharagpur, the country's oldest and largest technology and engineering university. Director of IIT Kharagpur Professor Tiwari made such an announcement at the graduation ceremony of the outgoing students of the current academic year at the IIT Kharagpur campus on Saturday. Professor Tiwari said, "The country's Union Education Minister Dharmendra Pradhan told me that in the era of globalization, we should spread the 'IIT Band' to the world. And that is why we need to open campuses abroad. Keeping in mind the instructions of the minister, we have come to Malaysia from IIT Kharagpur. A campus is going to be opened and the studies of that campus will start from the next academic year 2023." Regarding IIT band, it is known that apart from Malaysia, IIT campuses will be opened in two other places abroad as a special initiative of the central government. These are Abu Dhabi and Tangina. IIT Delhi will open a campus in Abu Dhabi and IIT Madras has taken responsibility for the campus in Tanzania.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আগামী বছরই মালয়সিয়াতে নিজেদের ক্যাম্পাস খুলতে চলছে আইআইটি খড়গপু্র (IIT Kharagpur). দেশের প্রাচীন এবং বৃহৎ প্রযুক্তি ও কারিগরী বিশ্ববিদ্যালয় আইআইটি খড়গপু্রের ৬৮তম সমাবর্তন (68th Convocation) অনুষ্ঠানে এমনই ঘোষনা করলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি। শনিবার আইআইটি খড়গপু্র ক্যাম্পাসে চলতি শিক্ষাবর্ষে বিদায়ী পড়ুয়াদের ডিগ্রী প্রদান অনুষ্ঠানে এমনই ঘোষনা করলেন আইআইটি খড়গপু্রের ডিরেক্টর অধ্যাপক তিওয়ারি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

অনুষ্ঠানের শুরুতেই নিজের প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পেশ করতে গিয়ে অধ্যাপক তিওয়ারি বলেন, ” দেশের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আমাকে বলেছিলেন বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আমাদের উচিত ‘আইআইটি ব্যান্ড’ কে বিশ্বেও ছড়িয়ে দেওয়া দরকার। আর সেই কারনেই আমাদের বিদেশেও ক্যাম্পাস খোলা দরকার। মন্ত্রীর মহোদয়ের সেই নির্দেশ মাথায় রেখেই আমরা আইআইটি খড়গপু্রের তরফ থেকে মালয়সিয়াতে আমরা একটি ক্যাম্পাস খুলতে চলেছি এবং আগামী ২০২৩ শিক্ষাবর্ষ থেকেই সেই ক্যাম্পাসের পঠন পাঠন শুরু হয়ে যাবে।”

এদিন দুহাজারেও বেশি পড়ুয়াকে বি.টেক, এম. টেক, ম্যানেজমেন্ট সহ নানা ক্ষেত্রের জন্য ডিগ্রি প্রদান করা হয়। বিদায়ী শিক্ষাবর্ষে মোট ৭ জনকে স্বর্ণ পদক প্রদান করা হয়। যার মধ্যে অন্যতম পদক গুলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক। রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন এ জ্ঞানেশ্বরন এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন সৌহার্দ্য ঘোষ। দুজনেই ইলেকট্রনিক কমিউনিকেশন বিভাগের ছাত্র বলে জানা গেছে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কিন্তু অনিবার্য কারণে তিনি আসতে পারেননি। পরিবর্তে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বনসাই বিশেষজ্ঞ পিটার চ্যান। তাঁর হাত দিয়েই এদিন আইআইটি জীবনকৃতি পুরস্কার (Livetime Achievement Award) ও আইআইটি খড়গপু্রের আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়।

  আইআইটি খড়গপু্রের মালয়সিয়া ক্যাম্পাস  ও আইআইটি ব্যন্ড প্রসঙ্গে জানা গিয়েছে কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগে মালয়সিয়া ছাড়াও বিদেশের আরও দুটি স্থানে আইআইটি ক্যাম্পাস খোলা হবে। এগুলি হল আবুধাবি ও তানজিনা। আবুধাবিতে ক্যাম্পাস খুলবে আইআইটি দিল্লি ( IIT Delhi)এবং তানজানিয়া তে ক্যাম্পাসের দায়িত্ব নিয়েছে আইআইটি মাদ্রাজ( IIT Madras).

- Advertisement -
Latest news
Related news