Saturday, April 20, 2024

Pingla House Wife Body: পশ্চিম মেদিনীপুরের পিংলায় ধানের ক্ষেত থেকে উদ্ধার গৃহবধূর অর্ধনগ্ন দেহ! অবিন্যস্ত পোশাক, তদন্তে নামল পুলিশ

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: বুধবার কাকভোরে ধানের ক্ষেত থেকে উদ্ধার হওয়া এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পিংলার জামনা গ্রাম পঞ্চায়েতের অধীন উজান গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া দেহটি বছর পঁয়ত্রিশের বেহুলা সিংয়ের। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তাঁর মেয়েকে নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে গেছিলেন। তারপর মেয়ে বাড়ি ফিরলেও মহিলা ফেরেননি। পরিবারের লোকেরা অনেক রাত অবধি খোঁজাখুঁজির পর হাল ছেড়ে দিয়েছিল। এরপর বুধবার ভোরে স্থানীয় ব্যক্তিরা ধান কাটার জন্য জমিতে যাওয়ার সময় মহিলার দেহটি দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

স্থানীয় সূত্রে জানা গেছে দুই মেয়ে ও স্বামীকে নিয়ে উজান গ্রামেই থাকতেন বেহুলা। তিন মেয়ের প্রথমটির বিয়ে হয়ে গেছে। মৃতার স্বামী বিপিন সিং জানিয়েছেন, মঙ্গলবার আমি অন্য লোকের ধান কাটার জন্য দিনভর মাঠেই ছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি মেয়েরা ঘরে থাকলেও তাদের মা নেই। মেজো মেয়ে বলে তাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মেয়েকে বাড়ি যেতে বলে সে একটু পরে আসছে বলে জানায়। কিন্তু আর আসেনি। রাতে গোটা গ্রাম খোঁজাখুঁজির পরও আমার স্ত্রীর খোঁজ পাইনি। সারাদিন রোদের মধ্যেই জমিতে কাজ করার জন্য প্রচন্ড পরিশ্রান্ত ছিলাম। স্ত্রীকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে গ্রামের কয়েকজন এসে জানায় যে জমির মধ্যে আমার স্ত্রীর দেহ পড়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের বাইরের অংশে একটি পুকুর রয়েছে। এলাকাটি গাছপালা ঝোপঝাড় আবৃত। তার লাগোয়াই একটি ধানের জমিতে চিৎ হয়ে পড়েছিল দেহটি। দেহের উপরিভাগ পুরোপুরি খোলা ছিল। দুটি হাত দু’পাশে ছড়ানো। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মৃতা গৃহবধূর পোশাক অবিন্যস্ত ছিল ঠিকই কিন্তু গৃহবধূ যে খুনই হয়েছে এমন প্রমান প্রাথমিক ভাবে মেলেনি। শরীরের বহিরাঙ্গে কোথাও রক্তের চিহ্ন ছিলনা। গৃহবধূকে শ্বাসরোধ করেও খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছেনা ফলে কী কারণে এই মৃত্যু তা নিয়ে ধন্দ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অবধি মৃত্যুর কারণ পরিস্কার নয়। পাশাপাশি গৃহবধূ ধর্ষিতা হয়েছিলেন কিনা সে সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

- Advertisement -
Latest news
Related news